![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়াবতী, তোমার মোহ কি শেষ হবে কখনো?
তোমার হাসির ঝরে কি থামবে হৃদয়ের প্রবল জোয়ার?
তোমার চোখের নীলে ডুবে যে স্বপ্নের মহাসাগর,
সেই স্রোত কি একদিন থেমে যাবে নিঃশব্দ আঁধার?
তোমার চুলের আঁধারে বাঁধা আছে রাতের গান,
তোমার গলায় ঝরে পড়ে ঋতুর মধুর তান।
তোমার স্পর্শে খুঁজে পাই জীবন নতুন আলো,
তুমি কি জানো, ময়াবতী, এ মায়া কত চাও?
তোমার ছায়ায় পথ চলি, হারাই নিজস্ব সুর,
তোমার নামের মায়া জাগায় আলো দূরের দূর।
তুমি কি জানো, এই মোহের বাঁধন ছিঁড়ে গেলে,
হৃদয় কীভাবে বাঁচবে, আর কে হবে কাছে এলে?
ময়াবতী, যদি কখনো শেষ হয় এ মোহের পথ,
তবুও তোমায় বয়ে বেড়াবে স্মৃতির অমল রথ।
তুমি রবে চিরকাল, আমার আকাশে তারা,
তোমার মায়ায় বাঁধা এ মন, মুক্তি চায় না আর।
©somewhere in net ltd.