নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
এর আগে মিশরী, আফগানী রমনীদের ইসলামী পোষাক থেকে মর্ডাণ হওয়ার গল্প বলেছিলাম। আবার বালকান রমনীদের ইসলামের দিকে ধাবিত হওয়ার ঘটনাও বলেছিলাম। আজ শুনের এই দুয়ের মাঝে অবস্থানকারী একজনের গল্প।
২০১৬ সালের অক্টোবর মাসে যখন আমি OIC এর একটি কনফেরান্স এর জন্য ইরানে যাই, তখন পরিচিত হয়েছিলাম এই পারস্যের রমনীর সাথে।
এই অঞ্চলের নারীদের সৌন্দর্যের কথা সাধারনত অনেকেরই জানা। রাত ১ টার কিছু পরে যখন আমরা মাশয়াদ বিমানবন্দর থেকে বের হয়েছিলাম, আমাদের অভ্যর্থনার জন্য এগিয়ে এলেন এমনই কিছু ইরানী রূপসী। সবাই আসলেই রূপসী কিনা সেটা বলা মুশকিল কারন বেশীর ভাগই মুখ বেধে রেখেছিল।
আগে বলা রাখি ইরানে ২ ধরনের হিজাব বৈধ।
১।মাথার মাঝখান থেকে চুলের অংশ থেকে শুরু করে সামনের অংশ খুলে রাখা।
২।শুধু মুখমন্ডল খুলে রাখা বা নিকাব করা।
যারা এগিয়ে এসেছিল তারা মূলত আমাদের ট্যুর গাইড। আগামী ১০ দিন আমাদের সাথেই থাকবেন।
ফারসী ভাষা পৃথিবীর সব থেকে বেশি মধুর ভাষাগুলোর একটি। পুরুষ কিংবা নারী কথা বলতেই মনে হয় কেউ খুব যত্ন করে কবিতা আবৃত্তি করছেন।
তাদের মধ্যে একজন ছিলেন যিনি আমাদের গ্রুপের সাথে থাকতেন। তাকে মেয়ে না বলে মধ্য বয়সের নারী বলা যেতে পারে। বিবাহিতা। এখনও কোন সন্তান নেই। পর্দার এই ১ম দিকটি সে মেনে চলে। অর্থাৎ মাথার মধ্য ভাগ থেকে সামনের দিকে খুলে রাখে।
আমি মাঝে মাঝেই তাকে ইচ্ছে করে বলতাম তুমি আমাদের কিছু একটা শুনাও। তোমার যা ইচ্ছে। ফারসি তো বুঝি না তবে এর টোন আমাদের খুব ভাল লেগেছে। তিনি শুনাতেন।
আমাদের শিয়াদের ৮ম (শিউর না) ঈমাম, ঈমান আলী রেজা, যার মাজার মাশয়াদে রয়েছে, সেখানে নিয়ে গিয়ে বেশ অনেক ধর্মীয় বয়ান দিয়েছিলেন। শিয়া মতামত সহ আরো অনেক দিক। আমি কি বলত সেটা শুনতাম না, তবে কথার টোন শুনতাম। সত্যি বলতে আমি ফারসী ভাষার প্রেমে পড়ে যাই। এখনও আছি।
ফিরে আসা পর সেই মেয়েটিকে মাঝে মাঝে মজা করে আমাদের গ্রুপে বলতাম তুমি কিছু একটা পাঠ করে আমাদের শোনাও।
সে না করত না। মাঝে মাঝে কবিতা পাঠ করে আমাকে ইনবক্স-ও করত। শুনতে ভাল লাগত। এটাকে তার প্রতি বা তার কন্ঠের প্রতি টান মনে করে ভুল করবেন না। এটা নিতান্তই ফারসী ভাষার প্রতি টান।
মেয়েটির সাথে গ্রুপের মাধ্যম থেকে শুরু করে অন্যান্য সোস্যাল মিডিয়ায় যোগ হয়েছিলাম। আর সেই সুবাদে জানতাম তিনি ইউরোপের একটি দেশের বাসিন্দা এখন।
তাকে আমি বোরকা ছেড়ে ধীরে ধীরে পরিবর্তন হতে দেখেছি। আর তার চুড়ান্ত দেখলাম সেদিন, মাত্র ৩ দিন আগে, যখন তার বিকিনি পরিহিত ছবি সে ইন্সট্রাগ্রাম এ শেয়ার করেছেন। সাথে তার স্বামীও আছেন।
এইসব পরিবর্তনের দিন বিবেচনা করে আমার একটা জিনিষ পরিলক্ষিত হয়েছে যে, ধর্ম আসলে চাপিয়ে দেয়ার কোন বিষয় না। ধর্ম আসলে বুঝে শুনে পালন করার বিষয়। একটি জাতীকে ধর্মের দোহাই দিয়ে অনেক ভাবে আটরে রাখা যায় তবে সেটা ধর্মের জন্য ক্ষতি সয় ভাল কিছু নিয়ে আসে বলে মনে হয় না। তবে ধর্ম বুঝাতে পারলে সেই বালকানদের মত আরো অনেকেই ধর্মের ছায়ার ফিরে আসবে। নইলে আফগান, মিশরী কিংবা এই ইরানীর মত একদিন ধর্মকে উপস্থাপন করবে আর অনেকে এটাই ধর্ম মনে করবে।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
পথিক৬৫ বলেছেন: জি। ধর্ম তার স্থানে অটল। তবে আমি বলছি ধর্ম কি সেটা না বুঝাইয়ে এটা খেতেই হবে তোমাকে এটা বুঝা সমস্যা।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
সব নারীর সকল ধরণের পোশাকের প্রতি আগ্রহ থাকে; প্রতিটি নারী নিজকে বিনা পোশাকেও দেখতে পছন্দ করেন; আপনার উৎসাহ দেখে, সেই মহিলা আপনাকে বিকিনী-পরা ছবি দেখায়েছেন।
বালকানের মেয়েরা গ্রীক বা ইটালিয়ান, স্পেনিশ বা বুলগেরিয়ানদের থেকে আলাদা কিছু নন; বালকানের মেয়েরা বেদুইন নন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
পথিক৬৫ বলেছেন: ছবি তো আমাকে পাঠায় নাই শুধু। সবার জন্যই শেয়ার করেছিলেন।
আর আমি কি বুঝালাম আর আপনার মাথায় কি ডুকল সেটা ভাবছি বসে বসে।।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
সনেট কবি বলেছেন: পড়লাম
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: ধর্ম নারীদের সামনে যেতে দেয় না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
পথিক৬৫ বলেছেন: বিষয়টা মোটেই তেমন মনে হয় না। মূল কারন আমরা ধর্মই বুঝি না। যে যার মত ব্যাখ্যা দেয়।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
এ.এস বাশার বলেছেন: ভালো লেগেছে.....
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
সেই ইরানী মেয়ে আমাকে তো পাঠায়নি, আপনাদের পাঠায়েছেন; কারণ, সে মনে করেছে যে, আপনারা দেখার জন্য আগ্রহী।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
পথিক৬৫ বলেছেন: আপনি তার কোন কলি কালের পরিচিত যে আপনি পাবেন মিয়া?
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: পড়্লাম। ভালো অভিজ্ঞতা শেয়ার করেছেন। আর কার কখন চিত্ত বিগলিত বা বিক্ষিপ্ত হয় সেটা গৃহ ও সমাজের উপর অনেকটা নির্ভর করে বলে আমার ধারনা। আর ধর্ম সম্পূর্ণ অন্তরের বিষয়।
শুভকামনা রইল।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
পদ্মপুকুর বলেছেন: সেটাই। কেউ সিগ্রেট বেচে কলা খায়, আর কেউ কলা বেচে সিগ্রেট কেনে...
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
ইরানী মেয়ের গল্পে আপনি কি তুলে ধরতে চেয়েছেন? ইরানী নারীটা একজন স্বাভাবিক নারী, আপনি অস্বাভাবিক গল্পকার, যার গল্পের সঠিক কোন মরাল নেই।
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমরা আজকে ধর্মগুলোকে যে অবস্হায় দেখছি, কোনটার শুরুর সাথে আজকে অবস্হায় কোন মিল নেই, আমরা বিবর্তিত ধর্ম দেখছি; মানুষ সবকিছুকেই বাদলায়ে ফেলে।
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
আরোগ্য বলেছেন: সাঁতার না শিখে নদীতে নামলে ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশী। ইসলাম ধর্ম কোন ছেলেখেলা না।
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
উদাসী স্বপ্ন বলেছেন: ইরানে বর্বর মিথ্যা ধর্মটা টিকে গায়ের জোরে। আর নেতারা তা নিজেদের দুর্নীতি ক্ষমতা ও হিংসাকে লালন করার জন্যই এই মোক্ষম ধর্মটা মানুষের ওপর চালিয়ে দিয়েছে। এই ধর্মের যে কত করুন হাল তা শিক্ষিত মেধাবী ইরানীয়ানদের দেখলেই বোঝা যায়। খোমেনীকে আজ হত্যা করলে ধর্মমুক্ত ইরানের এগুতে খুব বেশীদিন লাগবে না
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
ফেনা বলেছেন: ধর্ম হল একটা পরিচছন্ন জীবন ব্যবস্থা। কেউ না মানলে সেইটা তার সমস্যা। তাতে ধর্মের কছু যায় যাসে না।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইউরোপ, আমেরিকায় বাংলাদেশীদের ২য়/৩য় প্রজন্মও এখন তাদের লাইফস্টাইল মতই চলছে। কয়েক দশক পর বাংলাদেশেরও পরিবর্তন হবে। খুব কম সংখ্যক মূল ধারার ইসলামিক পোশাক ধরে রাখতে পারবে...
১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩২
চাঙ্কু বলেছেন: তো ইরান আবার কবে যাবেন?
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
মাহমুদুর রহমান বলেছেন: ধর্ম তার স্থানে অটল।ধর্মের নিয়ম-কানুন যে মানবে সে জান্নাত পাবে যে মানবে না সে জাহান্নামে যাবে।