নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুবোধ বালক

সুবোধ বালক › বিস্তারিত পোস্টঃ

সম্ভাবনাময় বাঙ্গালী জাতি ।

২৩ শে মে, ২০১৬ দুপুর ২:১৮

বাঙ্গালী  জাতি হল বঙ্গদেশ অর্থাৎ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী মানব সম্প্রদায় যাদের ইতিহাস অন্ততঃ চার হাজার বছর পুরোনো, মাতৃভাষা বাংলা। তবে এছাড়াও অনেক বাঙ্গালী ছড়িয়ে ছিটিয়ে আছে ভারতের আরো নানা রাজ্যে, যেমনঃ ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, দিল্লী, কর্ণাটক এবং ভারতের উত্তরপূর্ব সীমান্তের রাজ্যগুলিতে (অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড)। এছাড়াও মধ্যপ্রাচ্য, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি সহ সারাবিশ্বে অনেক প্রবাসী বাঙ্গালী আছেন। আগে এদেশের সভ্যতাকে অনেকেই অর্বাচিন বলে মনে করলেও বঙ্গদেশে চার হাজারেরো বেশি প্রাচীন তাম্রাশ্ম (chalcolithik) যুগের সভ্যতার নির্দশন পাওয়া গেছে যেখানে দ্রাবিড়, তিব্বতী-বর্মী ও অস্ট্রো-এশীয় নরসম্প্রদায়ের বাস ছিল বলে ধারণা করা হচ্ছে। বঙ্গ বা বাংলা শব্দটির সঠিক বুৎপত্তি জানা নেই তবে অনেকে মনে করেন এই নামটি এসে থাকতে পারে দ্রাবিড় ভাষী বং নামক একটি গোষ্ঠী থেকে।

আবার অনেক ঐতিহাসিক বাড়িয়ে বলেন যে বাংলা এবং বাঙ্গালী জাতির রয়েছে দশ হাজার বছরের ইতিহাস । তবে বাঙ্গালী জাতির অন্তত দশ হাজার বছরের সুনির্দিষ্ট ইতিহাস ও শেকড় রয়েছে। বাংলাদেশের পশ্চিমে আছে পশ্চিম বাংলা, সেখানে মাটি খনন করে পাওয়া গেছে প্যালিওলিথিক ও মাইক্রোলিথিক অস্ত্রশস্ত্র। যেসব অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, তাতে বোঝা যায়, বাঙালিরা যোদ্ধা জাতি ছিল। পশ্চিমের দেশগুলো থেকে কয়েক হাজার বছর পূর্বে পাকিস্তানের খাইবার নামক গিরিপথ দিয়ে আর্যরা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছিল। তারা আসতে চেয়েছিল বঙ্গদেশেও। কিন্তু আদি বাঙ্গালীদের কাছে তারা প্রতিরোধের সম্মুখীন হয়। ফলে বাংলা অঞ্চলের মানুষের প্রতি আর্য বা আরিয়ানদের ছিল প্রচণ্ড ঘৃণা।

বাঙ্গালা নামে পরিচিত এই বিরাট এলাকায় ছিলো অনেকগুলি রাজ্য-গৌড়, রাঢ়, দক্ষিণ রাঢ়, সুহ্ম, বরেন্দ্রী, হরিকেল, সমতট এবং বঙ্গ। এছাড়া, বিভিন্ন সময়ে আরও ছোটোখাটো রাজ্য ছিল। ১৩৫০-এর দশকে গৌড়ের সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ সোনারগাঁ জয় করে ‘শাহ-ই বাঙ্গালীয়ান’ অর্থাৎ বাঙ্গালীদের শাহ উপাধি গ্রহণ করেন। বৃহত্তর ‘বাঙ্গালা’র জন্ম তার আগে হয়নি। অন্য দিকে, বাংলা ভাষাও আবার মোটামুটি ওই সময়েই নিজের বৈশিষ্ট্য অর্জন করে স্বতন্ত্র ভাষার রূপ লাভ করে। দুদিক থেকেই বিবেচনা করলে বঙ্গীয় সংস্কৃতির বয়স তাই আট শত অথবা বড় জোর এক হাজার বছর। এর চেয়ে একে পুরানো বলে গণ্য করা যায় না। কিন্তু এই সংস্কৃতি গড়ে উঠেছিল এই অঞ্চলের হাজার হাজার বছরের পুরানো সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে। একটা দৃষ্টান্ত দিয়ে বলা যায় যে, খাদ্যাভ্যাসের কারণে বাঙ্গালীদের নাম ‘ভেতো’ বাঙ্গালী। আর্য অথবা মুসলমানরা এ দেশে ধান আনেননি, ধানের চাষ এ অঞ্চলে আরম্ভ হয়েছিল অন্তত পাঁচ হাজার বছর আগে। পরে কখনো আর্য, কখনো সেন, কখনো তুর্কি, কখনো আফগান, কখনো মোগল এবং সবশেষে ইংরেজরা বঙ্গভূমি দখল করেছেন, তবু বাঙ্গালীদের ভাত খাওয়ার অভ্যাসে পরিবর্তন হয়নি। ভাত বাঙ্গালীর একটি সাংস্কৃতিক ভিত্তি।

বাঙ্গালী জাতির হাজার বছরের এ বিশাল সংস্কৃতি ঐতিহ্য, বৈশিষ্ট্য,  কৃষ্টি পৃথিবীতে অন্য কোন জাতির আছে বলে মনে হয় না। বাঙ্গালী জাতি এখন পৃথিবীর দ্বিতীয় বৃহৎ একক জাতি। এ জাতিকে আর রাজনৈতিক কুট কৌশল বা পেশী শক্তি দিয়ে অবদমিত করে রাখা যাবে না। সেই দিন আর বেশীদিন নাই যে দিন পৃথিবী নামক এ গ্লোবটিতে শুধু মাত্র বাঙ্গালী জাতিই প্রতিনিধিত্ব করবে।

তথ্যসূত্রঃ- ১) wiki থেকে সংগৃহীত।
                 ২) বাঙালী: ধূসর পাণ্ডুলিপি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:১৫

সোজোন বাদিয়া বলেছেন: "বাঙ্গালী জাতি এখন পৃথিবীর দ্বিতীয় বৃহৎ একক জাতি" ?????????????????
কী অবস্থা ভাই? আপনি সুস্থ আছেন তো?

২| ২৬ শে মে, ২০১৬ ভোর ৫:৪১

শোয়াইব কবির বলেছেন: সোজোন বাদিয়া বলেছেন: "বাঙ্গালী জাতি এখন পৃথিবীর দ্বিতীয় বৃহৎ একক জাতি" ?????????????????
কী অবস্থা ভাই? আপনি সুস্থ আছেন তো


প্রিয় বাঙালি,
আমরা এমনি এক হতভাগা জাতি, যে জাতি দিশা হারিয়ে ফেলেছে | তা না হলে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ জাতি হবার পরও আমাদের এক প্রকার অবহেলার শিকার হতে হচ্ছে | আমাদের ভাষা যা পৃথিবীর সব চেয়ে সুরেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে(উইকি), আমাদের কৃষ্টি, আমাদের সাহিত্যর মাণ, আমাদের গান, কোনটাই আর আমাদের চৈতন্নে আলোড়ন তৈরি করে না | বাংলা পৃথিবীর ষষ্ঠ বলিত ভাষা (ম্যান্ডারিন, স্পানিশ, ইংরেজি, হিন্দি, আরবি এর পর | এর মধ্য ম্যান্ডারিন ছাড়া অন্যান্য ভাষা, কোণটাই একক জাতিগোষ্ঠীর নয়) | সেই হিসেবে বাংলাই দ্বিতীয় বলিত একক জাতিয় ভাষা | এত কিছুর পরও, বিশ্বের কাছে বাংলা একটি অবহেলিত ভাষা | কিছুদিন আগেও, মোবাইল ফোনে আমরা দেখেছি যে অহমিয় মালায়াম, তেলেগু, ইত্যাদি ভাষার সাপোর্ট ছিল, কিন্তু বাংলা ভাষারটা ছিলনা | এর দুইটি মানে হতে পারে | হয় পৃথিবীর সবাই আমাদের বিরুধে চক্রান্ত করছে (যা বিশ্বাস করতে গেলে নিজেকে অর্বাচীন মনে হয়) অথবা, আমরা বাঙালিরাই, নিজেদের মর্যাদা দিতে শিখি নাই | তাই আমরা বাঙালিরা, বিশ্ববাসীর কাছ থেকে সম্মান আদায় করতে পারি নাই |

যাইহোক মুল অবতারণায় আসি | বাঙালিরা যে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ জাতি তা সথিক কিনা যাচাই করা যাক |
সাধারণ সংখ্যা নিয়ে যারা নাড়াচাড়া করেন তাদের কাছে ব্যাপারটা সহজেই ধরা পরবে | উয়িকিপেদিয়ার তথ্য অনুযায়ী 'হান' পৃথিবীর বৃহৎতম জাতি | এরপর আরব জাতি ও তারপর বাঙালি জাতি | কিন্তু আবিধানিক অর্থে আরবদের এক জাতি হিশেবে দেখানো হলেও, বস্তুত সমুগ্র আরব জাতি একক জাতিসত্তা নয় | আরবদের মধ্য Afro-Arab, Semite, Berber, Turk, Kurd জাতি সবই এক জাতিসত্তা নয় | এই জাতিগুলো সবই আলাদা | ১৯৪৬ সালে আরবদের একিভতু করার প্রয়াসের ফল আজকের Arab League যা ২২ দেশ নিয়ে গঠিত | উয়িকিপেদিয়া অনুযায়ী Arab League এ মোট আরবদের সংখ্যা ৩২ কোটি ৯১ লক্ষ ও বাঙালীদের সংখ্যা ৩০ কোটি | অর্থাৎ আরবরা বাঙালিদের চেয়ে ২ কোটি ৯১ লক্ষ বেশী | এখন আমরা আরব লীগ এর লোকসংখ্যার বিশ্লেষণ করি |

Algeria 38,700,00 Arabic co-official language with Berber
Bahrain 1,314,089 Arabic official language
Comoros 766,865 Arabic co-official language with Comorian and French
Djibouti 810,179 Arabic co-official language with French
Egypt 86,895,099 Arabic official language
Iraq 32,585,692 Arabic co-official language with Kurdish
Jordan 7,930,491 Arabic official language
Kuwait 4,156,306 Arabic official language,
Lebanon 5,882,562 Arabic official language
Libya 6,244,174 Arabic official language
Mauritania 3,516,806 Arabic official language
Morocco 32,987,206 Arabic co-official language with Berber
Oman 3,219,775 Arabic official language
Palestine 4,225,710 Arabic official language
Qatar 2,123,160 Arabic official language
Saudi Arabia 27,345,986 Arabic official language
Somalia 10,428,043 Arabic co-official language with Somali
Sudan 35,482,233 Arabic co-official language with English
Syria 17,951,639 Arabic official language
Tunisia 10,937,521 Arabic official language
UAE 8,264,070 Arabic official language
Yemen 26,052,966 Arabic official language
Total329,120,572
view this link
view this link

Arab Leagueএর বেশ কয়েকটা দেশ (Comoros, Djibouti, Mauritania, Morocco, Somalia, Sudan মূলত African জাতিগোষ্ঠী | এই জাতি গুলোকে বাদ দিলে আরবদের সংখ্যা দারায় মাত্র ২৪ কোটি ৫০ লক্ষ, যা বাঙালিদের সংখ্যার চেয়ে অনেক কম | Egypt, Kuwait, Iraq, Yemen এর উল্লেখযোগ্য বসবাসকারী আরব নন | এর পরও আরব দেশগুলোতে অনেক বাইরের লোক ঠাই নিয়ে আছে | তাদের বাদ দিলে সংখ্যাটি আরও কম হবে | এখন আপনারাই সিদ্ধান্ত দেন যে কোনটা সঠিক |

আমরা, বাঙালিরা নিজেরটায় গৌরব করার বদলে নিজেদের ছোট করেই বোধ হয় দেখতে ভালোবাসি | তাই বিশ্বও
বোধ হয় ভুলে গেছে যে বাঙালি বলে একটী জাতি আছে যাকে সমীহ করা যায় |

৩| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:৫৩

সুবোধ বালক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শোয়াইব কবির ভাইকে যিনি "বাঙ্গালী জাতি এখন পৃথিবীর দ্বিতীয় বৃহৎ একক জাতি" পক্ষে তথ্য উপস্থাপন করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.