নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডাইরির পাতা থেকে..

আতাতুর্ক

আমি সাধারন একজন । ভালো লাগে বই পড়তে। যে কোন ধরনের বই। ঘুরতেও পছন্দ করি। ভালো লাগে আলুভর্তা ভাত , ঝালের আচার দিয়ে। একাকিত্ব উপভোগ করি। নির্জনতা পছন্দ করি। আমি একজন স্বাধীন ফ্রিল্যান্সার (ওয়েব প্রোগ্রামার)।

আতাতুর্ক › বিস্তারিত পোস্টঃ

Advanced Windows Care V2 Personal সম্পর্কে জানুন।

১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৩

Advanced Windows Care V2 Personal সফটওয়ার টি আপনার কম্পিউটারকে রাখবে প্রানবন্ত। আপনার কম্পিউটারকে যদি সব সময় নতুনের মত রাখতে চান তাহলে ব্যবহার করুন Advanced Windows Care V2 Personal সফটওয়ারটি।



আমি এটা ব্যবহার করে যে সুবিধা পাচ্ছি সেগুলো হল :



১. অবাঞ্চিত ফাইল গুলো ডিলেট করে দিতে পারছি। ( CCleaner এর কাজ)

২. রেজিট্রি ফাইল গুলো ঠিক রাখতে পারছি। (রেজিট্রি ফাইল রিপিয়ারের কাজ)

৩. স্পাইওয়ার থেকে রক্ষা পাচ্ছি। ( স্পাইওয়ার রিমুভারের কাজ)

৪. Ram ক্লিন রাখতে পারছি।

এছাড়াও বিভিন্ন কাজ করা যায়।

এটা সম্পর্কে আরো জানতে পারবেন গুগলে সার্চ দিয়ে ।

আমি ব্যবহার করে উপকার পাচ্ছি , আমার ধারনা আপনিও আমার মত উপকার পাবেন।

ধন্যবাদ সবাইকে। আমি ভালো বর্ননা করতে পারি না , তাই সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪

আকরাম পাশা বলেছেন: আমারে তাহলে দেন নাই কেন । আমি তো সি সি ব্যবহার করি।বুঝছি আপনে্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫০

আতাতুর্ক বলেছেন: নেট থেকে নামিয়ে নেন আংকেল।

২| ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫

কামাল পাশা বলেছেন: ছেলেরে বুদ্ধি দেন আমারে কিছু কন না। এইডা ভাল দেখায় না। ভালইতো লিখছেন তাইলে কন কে পারেন ন।

১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪

আতাতুর্ক বলেছেন: আপনি এপিট থেকে নামিয়ে নিতে পারেন। ধন্যবদ আংকেল।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

রিফা বলেছেন: ভালো জিনিস দিসেন ভাইয়া।

১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৬

আতাতুর্ক বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.