![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারন একজন । ভালো লাগে বই পড়তে। যে কোন ধরনের বই। ঘুরতেও পছন্দ করি। ভালো লাগে আলুভর্তা ভাত , ঝালের আচার দিয়ে। একাকিত্ব উপভোগ করি। নির্জনতা পছন্দ করি। আমি একজন স্বাধীন ফ্রিল্যান্সার (ওয়েব প্রোগ্রামার)।
এখন আর টাকা আয়ের জন্য ঘরের বাইরে ঘোরা ঘুরির দরকার পড়ে না। নিজের ঘরে বসেই টাকা আয় করা যায়। টাকা আয়ের সহজ পদ্ধিতি অনেক। তবে সহজ তিনটি পদ্ধতি অনেক বেশি সহজ। ১. ঘুস / দালালী, ২.মাদকদ্রব্য , ৩. নারীর দেহ। আমি তিনটির কোনটিই ব্যাখ্যা করতে চাচ্ছিনা। কারন আমি এই তিনটিই বেশি ঘৃনা করি। তবে অন্য পদ্ধতি গুলো সহজ কিন্তু পরিশ্রমের। তবে আমি যে কাজের কথা বলতে যাচ্ছি, তা হচ্ছে অনলাইন মার্কেটিং। এর জন্য ই বাইএ রেজিট্রশন করতে হয়। এটা অবশ্য ফ্রি রেজিট্রেশন করা যায়। http://my.ebay.co.uk/
এখানে প্রথমে রেজিট্রশন করে নিন। এর পর লগইন করে , সেল অপশনে ক্লিক করুন। সেখানে কিভাবে সেল করতে হবে, সে নিয়ম পাবেন। এখানে আনি কেনাকাটা ও বিক্রয় করতে পারবেন। আরো বিস্তারিত জানতে হেল্প এর টেক্স পড়ুন।
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৩
আতাতুর্ক বলেছেন: ওখানে , আপনার কেনার দরকার নেই। আপনি বিভিন্ন কম্পানির দ্রব্য বিক্রয় করতে পারেন। এবং ফ্রি পাওয়া যায়। শুধু বিক্রয়ের জন্য। আপনি বিক্রয় করতে পারলে কম্পানি আপনাকে একটা নির্দিষ্ট অংকের কমিশন দেবে। সেটা দিয়ে আপনি নিজের জন্য কিছু কিনতে পারেন বা উত্তলন করে দেশে আনতে পারেন।
২| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৫
এমডি লাভ বলেছেন: একটু খুলে বলবেন কি?
২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩২
আতাতুর্ক বলেছেন: ব্যাপারটা হচ্চে, বিভিন্ন কম্পানি তাদের প্রডাক্ট সহজে বিক্রয করতে চায়। এক্ষেত্রে ইবাই তাদের সহয়তা করে। এখানে বিভিন্ন প্রভাইডাররা ঐ সব কম্পানির বিভিন্ন প্রডাক্ট নিয়ে অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয় করে থাকে।
৩| ২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪২
সাইফ বাঙ্গালী বলেছেন: ভাই আমার মেইলের জবাব কিন্তু এখনও পাইনি। আমার ইমেইল: [email protected]
০৭ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
আতাতুর্ক বলেছেন: আপনি কি কি কাজ জানেন তা একটু জানান।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫০
গুরুজী বলেছেন: ভাই গত ৫ দিনে আমি নিজের জন্য ১টা নেটবুক আর ১টা ক্যামেরা কিনেছি।
নিজের জন্য।
কিন্তু আপনি যদি কেনাকাটার ব্যাবসা করতে চান তাহলে ইবে কেন? বাংলাদেশের ক্লিক বিডি / সেলবাজার কি দোষ করল? তাছাড়া আপনি ইবে থেকে জিনিস কিনলে শিপিং কই করবেন? আগে কিনে তারপর তো বিক্রি করতে হবে তাই না??
একটু খুলে বলবেন কি?