নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মতিয়ার রহমান দিপু

মতিয়ার রহমান দিপু › বিস্তারিত পোস্টঃ

"সোনালী দুপুরে প্রেমের কবিতা"(কবিতা)

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩


শীত আমাকে ছুয়ে যায়,তোমার অতিত্ব দারুন ভাবে অনুভব করি।এমন শীত আমি বারবার চাইবো।প্রতিক্ষায় আছি..........
সোনালী দুপুরে প্রেমের কবিতা
মতিয়ার রহমান দিপু

শীতের দুপুরে সোনালী রোদ এসে পড়ে
প্রকৃতি তার জীবন্ত স্পর্শে হৃদয়ের তৃষ্ণা বাড়ায়েছে,
অনেক লোকের ভিড়ে শহরের দিন যায় বয়ে
কোন এক বসন্তের মত করে চোখ খুঁজে ফেরে
পৃথিবীর যত রূপ সোনালী রোদের সাথে ঝরে।
গাছের হলুদ পাতা কেন আজ গেল ঝরে?
হাটি পায়ে চলে গেল পৃথিবীর সময় সমুদ্রের টানে।
তবুও পৃথিবীর মাঝে কিছু পুরনো কলাহল জমে থাকে!
সেই কলাহল পাওয়া যায় মানুষের গভির হৃদয়ে
সব ক্লান্তি শেষ হয় অবসরে ঘাসের বুকের পরে শুয়ে।
টিয়ার পালক খুলে গেল ঘাসের সমুদ্র পাড়ে
সময় বলে গেল জীবন ক্ষয়ে যায় সময়ের স্রোতে।

এই সোনালী দুপুরে এক ঝাক বুনো শালিকের তরে
মাঠের সবুজ বুকে ঝগড়ার অবসর কেটে যাবে,
ক্ষুধার্ত চোখ তার হিংস্র জন্তুর থাবার মতন করে মেলে
কোথাই উড়ে যাই আবার ফিরে আসে নীড়ে।
হিমের ঘ্রানের সাথে কোনো ফুল গন্ধ ছড়ায়ে
আমারে ডাকে যেন কোন এক অনিন্দ প্রেমে।

আজকের এই দিন পাওয়া আর যাবে নাকো
তবুও প্রাণের ক্ষুধা মেটাতে আবার তাকে ফিরে পাবো
হয়ত কবিতার খাতা খুলে তাকে ভেবে সূখ পেয়ে যাব,
এমনি জীবনে যদি অবিরত প্রেম পাওয়া যেতো
প্রতিটি সোনালী রোদে তাকে নিয়ে কবিতা লেখা হত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: দারুণ! লিখেছেন কবি। শুভ ব্লগিং

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

মতিয়ার রহমান দিপু বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.