নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মতিয়ার রহমান দিপু

মতিয়ার রহমান দিপু › বিস্তারিত পোস্টঃ

"এখানে প্রকৃতি ঘুমিয়ে পড়ে খুব নিরবতায়"(কবিতা)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

এখানে প্রকৃতি ঘুমিয়ে পড়ে খুব নিরবতায়
-----------মতিয়ার রহমান দিপু
এখানে প্রকৃতি ঘুমিয়ে পড়ে খুব নিরবতায়
এখানে কৃষ্ণচূড়া,শিমুল বকুল ফুটে থাকে সরল হিমতায় ,
কোন এক সন্ধ্যাই এখানে যদি সবাই চলে আসে
সবাই কবি হয়ে যায় এখানে সব রসে ভরে থাকে ।
জীবনের অনেক ঠিকানা এখানে লুকিয়ে থাকে
কবিতার সব কথা কবিরা এখানে এসে বলে ।
চলে যায় সময়,প্রহর,দিন মাস বছর ,
আরো বহু বহু বছর চলে যায়
এখানে প্রকৃতি ঘুমিয়ে পড়ে খুব নিরবতায় ।

পৃথিবীর সীমানা থেকে একটু দূরে
সবাই আসতে না পারে ,
এখানে সবাই সুন্দর নারী হয়ে আসে
ফুলের মালা বদল এখানে এসে তারা করে ,
এখানে প্রভুর থেকে অবিরত শান্তি ঝরে পড়ে
চাঁদের জোৎস্না থেকে,জোনাকি তাঁরার ঝরনা হয়ে ।
পৃথিবীর সব জরুরি কাজ এখানে ফুরায়
নারীর স্পর্শে প্রকৃতি ঘুমিয়ে রয় ।
নারীর কন্ঠে এখানে প্রকৃতির স্রেষ্ঠ অলঙ্কার শোভা পায় ।
পৃথিবীর সীমানা থেকে একটু দূরে
সবাই আসতে না পারে ।

এখানে সবাই জীবন্ত,অমৃত থাকে চিরোদিন
নারীর আলোতে চাঁদ দেখা যায় প্রতিদিন ।
এখানে বসন্ত থাকে সারা বছর
নারীর দুগন্ধে সব ফুল অকেজো গন্ধ সরলতায় ,
এখানে প্রকৃতি ঘুমিয়ে পড়ে খুব নিরবতায় ,

এখানে তারার বৃষ্টি হয়
জোনাকির জলে স্নান করে নারীরা অমৃত সুখ পায় ।
নারীর স্পর্শে ঝরনার পানি সুমধুর
নারীর সুধাতে জীবন্ত তৃপ্তি মধুর ।

এখানে প্রেমের জয় অবিরত
নারীর স্পর্শে এই পৃথিবী স্বর্গ ।
এ এক আজন্ম নতুন পৃথিবী বহুকাল ধরে
এ পৃথিবীর একটি গ্রহ শূধু সে নারী ,
তার আলোতে পৃথিবী জেগে থাকে অনন্তকাল ,
জেগে থাকে পৃথিবীর মাজে সে গ্রহ বহুকাল ধরে
কৈশরে,যৌবনে,বার্ধক্যের শীতল উত্তাপে ।
তবুও আজন্ম কাল ধরে নারী জেগে থাকে
প্রেমের পৃথিবীর উজ্জল গ্রহ হয়ে ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

মহা সমন্বয় বলেছেন: অনেক সুন্দর হইছে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.