নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মতিয়ার রহমান দিপু

মতিয়ার রহমান দিপু › বিস্তারিত পোস্টঃ

“বিপদের শব্দ শোনা যায়” (কবিতা)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

বিপদের শব্দ শোনা যায়
-------মতিয়ার রহমান দিপু
গভীর বিপদের শব্দ শোনা গেল হৃদয়ের মাঝে
বিপদ এসেছে আজ আমাদের ডাকে সাড়া পেয়ে।
ভয়ে ভয়ে দ্বার খুলে আবারো তাকে দেখে,
বিভৎস চোখ মেলে আমারে সে বলে
মৃত্যুর সাগর থেকে ওঠে এসেছি আমি
আমারে মুক্তি দাও।

সকল মুনাফা সুধে চলে যাব সাগরের পারে
সে সাগর জীবনের নয় মরণেরও নয় তা জানি।
হঠাৎ অনেক যুগ পর বুঝে গেছি,
আমাদের জীবন শুধু মরনের কাছে নিয়ে গছে।
এ-মৃত্যু ক্ষণিকের,বার বার মৃত্যু হয়
তবু এ মৃত্যুকে আমি ভয় পাই।

নরক থেকে চিৎকারে স্লোগান শোনা যায়
ঐখানে, ঐখানে হঠাৎ করেই বিপদের গন্ধ পাওয়া যায়।
বিপদের আনাগোনাই ভরে গেছে হৃদয়ের অলিগলি ফুটপাত।
পাপী আর ভিখারির দল বেধে আজ তারাও সজাগ
শুধু অনর্থক পড়ে আছি অজানা কঙ্কাল সারে।
কেন কিভাবে বদলে গেছে মানুষের নিঃশ্বাস?

তাইতো মানষেরে আজ ঘৃণা হয়।
কর্মে,সত্যে,বাক্যে মানুষের ভন্ডামিতে
আজ মানুষ জাতি বড় অসহায়।
তাইতো আমাদের কর্মে মাঝে মাঝে হুশ হয়।
যে জ্ঞান কবরে গেছে মানুষের নিজ নিজ হাতে
নেশায় আছন্ন হয়ে আজ শুধু নিজেদের মৃত্যু খুজে
মনে হয়,পৃথিবী বড় স্বার্থপর,
শুধু মানুষের ডেকে আনা বিপদে আজ
মানষেরাই বড় অসহায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

মহা সমন্বয় বলেছেন: মনে হয়,পৃথিবী বড় স্বার্থপর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.