![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মরলে পচে যায়, বেচে থাকলে তার স্বভাব বদলায়, অকারণে তার চরিত্র পাল্টায়,তবুও আমাদের মুখে একটাই শ্লোগান- চলো পাল্টাই, চলোবদলে যাই।
বদলানো দোষের কিছু না যদি না সে বদলানো আপনাকে চরিত্রহীন করে না দেয়। আসলেআমরা কি আদৌ বদলাই নাকি খোলস পাল্টাই ?
যদি বদলাতাম তবে কোন গোলামের সাথে মিশে গিয়ে নিজের গেলাসের বিশুদ্ধ জল কে হেমলক বানাতাম না, যদি বদলাতাম তবে সুন্দর করে বাংলা বলতাম, আধো আধো বাংলাবলে বেশি বেশি ইংরেজি কপচ সি ইউতে পাঠাতে পারতাম না।
যদি বদলাতাম তবে থুতনির নিচে দাড়ি রেখে, ছেড়াজিন্সের প্যান্ট পরিধান করে বলতাম না- ইউ নো আমরা বাঙ্গালীরা দি বস, আমাদের কালচার টাই জটিল, জোশিলা।
যদি বদলাতাম বাঙ্গালী ললনারা মিনি জামা পরিধান করে যৌন বুভুক্কু হয়ে গলায় ওড়না ঝুলাতেন না।
যদি বদলাতাম কারনে অকারনে রাস্তায় মহা দামি গাড়ির হর্নের অপচয় করতাম না। যদি বদলাতাম নিজের ধূমপানের নিরীহ শিকার হতে দিতাম না একজন সজীব অধূমপায়ীকে।
যদি আমরা বদলাতাম তবে রাস্তায়, রিকশাতে, সি এনজি Auto
rickshaw তে প্রেমিক প্রেমিকা হয়ে বেহায়াপনাকরতাম না।
যদি বদলাতাম তবে শিক্ষার বিনিময়ের জন্য মুদিদোকান খুলতাম না।
আমরা সবাই আসলে অভিনয় করছি পরিবর্তনের, কিন্তু এ পরিবর্তন
তো আসলে ভাংতি পয়সা যা আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে।
জাহান্নামের চৌরাস্তায় গিয়ে আমরা বলছি আমরা নন্দন কাননে আছি।
এটা নিছক কপটতা, হে মহান যুবা সম্প্রদায়, আমরাকি বলেন তো?
আমরা The Holy Cow অথবা Good for nothing।
©somewhere in net ltd.