![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চমৎকার একটা লেখা:
একদিন এক প্রসিদ্ধ ডাক্তার এক
গ্রামে রোগী দেখতে গেলেন। খুব
অসুস্থ একজন লোক
হাসপাতালের বেডে শুয়ে ছিলেন।
তাকে পরীক্ষা শেষে বের
হয়ে আসার সময় লোকটি ডাক্তারের হাত
ধরলো,
- ডাক্তার, আমি মৃত্যুকে ভয় পাই।
মৃত্যুর পর
কি আছে তুমি জানো?
-আমি আসলে জানি না।
লোকটি বললো,
-তুমি জানো না? তুমি কি ধর্ম
মানো না?
ডাক্তার চুপ করে রইলো। এরপর
সে মাথা ঘুড়িয়ে কেবিনের
দরজার দিকে এগিয়ে গেল।
দরজা খুলতেই দরজার ওপাশ
থেকে ডাক্তারের
পোষা এস্কিমো জাতের সাদা লোমের
কুকুরটা লাফ দিয়ে ঘরের ভেতর
ঢুকে পড়লো। এসেই
আনন্দে তার লেজ
নাড়াতে লাগলো। জিভও বের
করে রইলো।
এবার ডাক্তার তার রোগীর
দিকে তাকালো।বললো,
-তুমি কি আমার
পোষা কুকুরটিকে দেখলে? সে এই
রুমটিকে এর আগে কখনো দেখেনি।
সে জানতোও না ভেতরে কি আছে।
সে শুধু
জানতো ভেতরে তার মালিক
আছে। তাই আমি দরজা খোলার
সাথে সাথে সে ভেতরে ছুটে আসে।
নির্ভয়ে ।
মৃত্যুর ওপারে কি আছে তা আমিও খুব কম
জানি,কিন্তু
আমি একটা ব্যাপার জানি।
আমি জানি যে আমার মালিক
সেখানে রয়েছেন এবং সেটাই
আমার জন্য যথেষ্ট।
২| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮
েমাজােম্মলরক্স বলেছেন: ধন্যবাদ নূর ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: ভাল ।