![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
¤ এক নজরে আল কুরআনের পরিচিতি ¤
১). পারা সংখ্যা : ৩০ পারা।
২). সূরা সংখ্যা : ১১৪ টি।
৩). মাক্কী সূরা : ৮৬ টি।
৪). মাদানী সূরা : ২৮ টি।
৫). সবচেয়ে বড় সূরা :সূরা বাকারা (২৮৬ আয়াত)
৬). সবচেয়ে ছোট সূরা :সূরা কাউসার (৩ আয়াত)
৭). আয়াত সংখ্যা : ৬৬৬৬ টি,
৮). সর্বপ্রথম অবতীর্ণ আয়াত :সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত।
৯). সর্বশেষ অবতীর্ণ আয়াত :সূরা বাকারার ২৮১ নং আয়াত।
১০). শব্দ সংখ্যা : ৮৬৪৩০ টি।
১১). হরফ সংখ্যা : প্রসিদ্ধমতে ৩২০২৬৭ টি, আবদুল্লাহ ইবনে মাসউদের মতে ৩২২৬৭১টি।
১২). সিজদার সংখ্যা :প্রসিদ্ধমতে ১৪ টি আর ইমাম শাফেয়ীর মতে ১৫ টি।
১৩). রুকূ সংখ্যা : ৫৪০ টি।
১৪). ওয়াকফ সংখ্যা : ৫৫৮ টি।
১৫). মনযিল সংখ্যা : ৭ টি।
১৬). ওয়াদার আয়াত সংখ্যা : ১০০০টি।
১৭). ভীতিপ্রদর্শক আয়াত সংখ্যা :১০০০টি।
১৮). আদেশসূচক আয়াত সংখ্যা :১০০০ টি।
১৯). নিষেধ্সূচক আয়াত সংখ্যা : ১০০০ টি।
২০). উদাহরণ সম্বলিত আয়াতসংখ্যা :১০০০টি।
২১). ঘটনাবলী সম্বলিত আয়াত সংখ্যা :১০০০ টি।
২২). হালাল নির্দেশক আয়াতসংখ্যা : ২৫০টি।
২৩). হারাম নির্দেশক আয়াত সংখ্যা : ২৫০টি।
২৪). তাসবীহ সম্বলিত আয়াতসংখ্যা : ১০০টি।
২৫). বিবিধ বিষয়ক আয়াত সংখ্যা : ৬৬ টি।
২৬). সর্বমোট আয়াত সংখ্যা : ৬৬৬৬টি।
২৭). আল কুর্আন অবতরণে সময় লেগেছে : ২২বছর ৫ মাস ১৪ দিন।
২৮). বিসমিল্লাহর্ উল্লেখ নেই :সূরা তাওবারপ্রথমে।
২৯). বিসমিল্লাহ ২ বার উল্লেখ আছে : সূরা আন্নামলে।
৩০). আল কুরআনের মুকুটবলা হয় :সূরা আররাহমানকে।
৩১). আল কুরআনের কলব বলা হয় : সূরা ইয়াসিনকে।
৩২). আল কুরআনের জননী বলা হয় :সূরা ফাতিহাকে।
৩৩). আল কুরআনের প্রদীপবলা হয় : সূরা আলমূলককে।
৩৪). আল কুরআনের বন্ধু বলা হয় :আয়াতুলকুরসীকে।
৩৫). আল কুরআনের কেন্দ্রীয় আলোচ্যবিষয় :মানব জাতি।
২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫
নানাভাই বলেছেন: আল্লাহ রহমানুর রাহিম।
সবাইকে আ্ল্লাহ হেদায়েত করুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বংশী নদীর পাড়ে বলেছেন: সুবহানাল্লাহ.....