![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানে পানি গেলে !
কানে পানি গেলে কি করেন আপনি?
পানি বের করার জন্য অনেকে মাথা কাত
করে ঝাঁকুনি দিয়ে পানি বের করে আনার
চেষ্টা করেন। এতে কিছু পানি বের
হলেও পুরোপুরি হয় না। আবার
অনেকে পানি আটকে যাওয়া কানে আরও
একটু
পানি দিয়ে কাঁটা দিয়ে কাঁটা তোলার
মত কাজটি করেন, এটি আরও বিপদজনক।
আর কটন বাড? কানের
পর্দা ফেটে যেতে পারে। কি করবেন?
মাথাটাকে হালকা কাত করে কানের লতি নিচ দিকে টেনে ধরুন। পানি বের হয় আসবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭
আধখানা চাঁদ বলেছেন: জেনে ভাল লাগল।
এরকম আরো কিছু বিষয় নিয়ে আরেকটু বেশি লিখলে আরেকটু ভাল হত !