![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শখ হল তাই ব্লগ লিখি এলো মেলো ভাবনাগুলো মনের মতো করে সাজাই, মন চায় কবিতা লিখি ভাল মন্দ বুঝিনা মনে যা আসে লিখে ফেলি তাই।
স্বাধীনতার মানে যদি হয় নগ্ন হয়ে পথ চলা
তবে, কে আটকাবে তাকে?
বৈশাখের হাওয়া গায়ে লাগিয়ে সাজো নব সাজে।
ইলিশ খাওয়ার ধুমরেছে আসছে বৈশাখ মাস
পান্তার সাধ ফুরায়না যেন ঠোটে লেগে থাক ।
মাখামাখি দলাদলি ওড়না থাকে না গায়ে
মেলায় যাওয়ার সাধ মিটেছে তার
ঘরে ফিরেছে সে অর্ধনগ্ন হয়ে,
স্বাধীনতার কি মহান উৎযাপন আজ ঘরে ঘরে
কারো সর্বনাশ আর কারো পৌষ মাস ;
এ হল আমাদের স্বাধীনতার বৈশাখ মাস।
©somewhere in net ltd.