![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শখ হল তাই ব্লগ লিখি এলো মেলো ভাবনাগুলো মনের মতো করে সাজাই, মন চায় কবিতা লিখি ভাল মন্দ বুঝিনা মনে যা আসে লিখে ফেলি তাই।
দুঃখটাকে নিজের করে সুখকে দিলাম বির্সজন,
পাওয়া না-পাওয়ার হিসাব না-হয় এখন থাক
জীবনটাকে বিষের থালায় তুলে দিয়ে
কিসের স্বপন দিচ্ছে ডাক !!!
কাজের চেয়ে অকাজ বেশি
নাটকতো নয় প্রহসন,
অভিনয়কে প্রাধান্য দিয়ে
বাস্তবকে দিলাম বির্সজন।।
সময়টা আজ বড়োই খেয়ালিপনার
রঙ্গ মঞ্ছের মেলা,
হেলায় হেলায় দিন যে গেল
ফুরায়ে এল বেলা।
বথাই শুধু ইহকালের মায়ায়
করি অনশন,
আত্মার সন্তুষ্টির লাগি দিলাম আজি
সত্তার বির্সজন ।।
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫
মোঃ মজিবুর রহমান (সাগর)্ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯
নকীব কম্পিউটার বলেছেন: ভব রঙ্গ নাট্য মঞ্চে করতে আইছি অভিনয়----