নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নাম মি. বিকেল।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

● চিন্তা নেই, আমিও একদিন বিসিএস ক্যাডার হব

০৯ ই জুলাই, ২০২০ রাত ১২:১২



বিসিএস ক্যাডার হয়ে আমার প্রথম কাজ হলো, আমি ইন্টারমিডিয়েটের একটা মেয়েকে বিয়ে করবো। দেখুন, তখন আমার একটা আয়-রোজগার থাকবে তাই পরিবারে বাড়তি একজনের চাপ নিতে পারবো। তাছাড়া মেয়েদের স্বনির্ভর হতেই হবে কেন? এটা কোন সংবিধানে লিখা আছে!
এরপর আমি ইউটিউবে একটি মোটিভেশনাল চ্যানেল খুলবো। ওখানে আমি আপনাদের এটা প্রমাণ দিয়েই ছাড়বো যে, বিসিএস ছাড়া আপনার আর কোন গতি নেই। একমাত্র বিসিএস ক্যাডার হতে পারলেই আপনি স্বর্গীয় অনুভূতি পাবেন। যারা লেখালেখি করছেন, অথবা অভিনেতা/অভিনেত্রী হওয়ার চেষ্টা করছেন, অথবা ক্রিকেটার হবার চেষ্টা করছেন, অথবা ফরেক্সে ভাল ট্রেডার হবার চিন্তা করছেন, অথবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার চেষ্টা করছেন তাদের সবাইকে আমি বুঝাবো যে, “একমাত্র বিসিএস সত্য তাহার উপরে কিছু নেই”। যিনি সাত জন্মেও চিন্তা করেননি ক্যাডার হবার, আমি তাকেও বলবো, "আপনার উচিত সাধারণ জ্ঞানের বইগুলো মুখস্ত করা"। প্রাথমিক পর্যায়ের কিছু গণিত শিখতে হবে যেগুলো করার ইচ্ছে আপনার হয়তো কোনদিনই ছিলো না। তারপর যারা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখছেন তাদেরকে আমি ইংরেজি সাহিত্য পড়াবো। এলিজাবেথান পিরিয়ড থেকে টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি পর্যন্ত যত উপন্যাস, নাটক ও কবিতা আছে সেসবের উপর আলাদা ভিডিও নির্মাণ করবো। মনে মনে অবশ্য ভেবেছি যে, আমার চ্যানেলের নাম দিবো "ফিফটি মিনিট স্কুল"। কারণ লক্ষ্য যখন বিসিএস তখন আর দেরী কীসের! স্কুল পর্যায় থেকেই আপনার শুরু করা উচিত। আমি কিন্তু এখানেই থেমে থাকবো না। এরপর আমি যারা উদ্যোক্তা হতে চান বা কোন একদিন চেয়েছিলেন তাদের মাথাও সুক্ষ্মভাবে ধোলাই করবো। আমি তাদেরকে বুঝাবো, পাঁচ বছর এক ব্যবসার পিছনে শ্রম না দিয়ে কিছু সাধারণ জ্ঞানে শ্রম দিন। প্রয়োজনে আমি সেই বইগুলো তাদের বাসা পর্যন্ত কুরিয়ার মাধ্যমে পৌঁছে দিবো। এরপরে আমি বিভিন্ন জায়গায় মোটিভেশনাল স্পিচ দেবার জন্য যাবো। সেখানে গিয়েও আমি বুঝাবো "একজন বিসিএস ক্যাডারের আত্মকাহিনী"। সেখানে স্রেফ ও স্রেফ আমি আমার কথাই বলে যাবো। তাছাড়া কার বাবা-মা কি করতো! কত দরিদ্র ছিলো! তারপরেও তিনি বিসিএস পেয়েছেন। তাই এই যুদ্ধে আপনাকেও টিকতে হবে। সংখ্যা যদি এবার চার লক্ষাধিকও হয় তবুও তাদেরকে বুঝাবো কনফিডেন্স নিয়ে কীভাবে ঐ দুই হাজার এর মধ্যে থাকতে হবে। এর জন্য প্রয়োজনে আমি আলাদা ইউটিউব চ্যানেল খুলবো, সেখানে শুধু মোটিভেশনাল কথা বলা হবে। তাছাড়া আমি বিসিএসের উপর একাধিক বই লিখবো, আশা করছি বাংলাদেশে সেসব বেস্টসেলার পর্যায়ের বই হবে।

নাহ্, আমি বোধহয় এই পর্যন্ত করে ক্ষান্ত হবো না। আমার বিসিএস কে ঘিরে যে আদম্য স্বপ্ন ও ইচ্ছে সেটাকে আমি আরো অনেক উচ্চতায় নিয়ে যাবো। কিছু টাকা জমা করে আমরা কিছু বিসিএস ক্যাডার বন্ধু মিলে একটা "বিসিএস কলোনি" বানাবো। এবং ঐ কলোনীর নাম দিবো "বিসিএস প্ল্যানেট"। এখানে শুধু বিসিএস ক্যাডার এবং তাদের সন্তান-সন্ততি থাকতে পারবেন। এবং তাদেরকে এই বিসিএস প্ল্যানেটকে একটি অঙ্গরাজ্য হিসেবে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য ছোট থেকেই হাতে কলমে আমরা শিখাবো। প্রয়োজনে একটি স্কুল খুলবো যার নাম হবে "বিসিএস ক্যাডার স্কুল"। এই স্কুলের পাঠ্যবইয়ে ছোট থেকেই বাংলা, ইংরেজি, প্রাথমিক পর্যায়ের গণিত, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান, আইসিটি বিষয়গুলো বেশি প্রায়োরিটি পাবে। বাকি বিষয়ে ফেল করলেও চলবে, কিন্তু এসব বিষয়ে ফেল করলে তাকে পাশ হিসেবে ধরা হবে না। এরপর আমরা বাঙালী মায়েদের বুঝাবো, বিসিএস ক্যাডার ছাড়া আপনার মেয়েকে বিয়ে দিবেন না। ফলে মায়েরা নিজের মেয়ের ভবিষ্যৎ সুন্দর করার শর্তে বাধ্য হয়ে তারাও এই প্ল্যানেটের সাথে অনলাইনে যুক্ত থাকতে পারবেন। সর্বশেষ আমি এটাও বুঝাবো যে, আপনি যদি বিসিএস ক্যাডার না হতে পারেন তবে আপনি ব্যর্থ একজন মানুষ।

ফেলে দিন চিরচেনা সেই গিটার, অথবা ঐ গিটার ধরেই গান ধরুন,
"ও...বিসিএস তোকে মিস করছি ভিষণ"। এবং একদিন যখন আপনার নামটি পত্রিকার হেডলাইন হবে, "ও... বিসিএস তোকে মিস করছি ভিষণ... গানের হিট শিল্পী এখন একজন বিসিএস ক্যাডার" - তখন আপনার চোখেও জল আসবে, ধন্যবাদ জানাবেন আমাকে এবং আমাদের বিসিএস প্ল্যানেটকে। কিন্তু আমরা বলবো, "এটা তো আমাদের দায়িত্ব ছিলো করিম সাহেব"। তাছাড়া লাভ-ক্ষতির অঙ্ক আপনি মনে হয় এখনো করেননি।

আরেহ্, চিন্তা নেই, আমিও একদিন বিসিএস ক্যাডার হব।




মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ রাত ২:৩৩

রাজীব নুর বলেছেন: বর্তমানে তো এসবই হচ্ছে।

২| ০৯ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিসিএস ক্যাডার না হলেও জীবন চলে এবং ভাল ভাবেই চলে।

৩| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশে শিল্পায়ন কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। সাদা কলারের চাকরী সেই পরিমান হচ্ছে না। গত দশ বছরে প্রাইভেট সেক্টরে বড় ব্যবসায়ী গ্রপগুলির ব্যবসা তেমন বাড়েনি। সার্ভিস সেক্টরে আমরা অনেক পিছিয়ে। গার্মেন্টস ছাড়া আমাদের বড় কোনও সেক্টর নাই। ফলে বিশ্ববিদ্যালয় পাশ করে চাকরী পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আবার কিছু ছেলেমেয়ের বিশ্ববিদ্যালয়ে না পরে অন্যান্য দিকে যাওয়া উচিত। এ ব্যাপারে আমাদের শিক্ষাবিদরা কিছু বলছেন না। সরকারের কোনও নীতি এ ব্যাপারে নেই। তরুন প্রজন্মকে দিক নির্দেশনা দেয়ার কেউ নেই। অর্থনীতি ঢাকা কেন্দ্রিক। অর্থনীতিকে গ্রাম পর্যায়ে নিতে হবে। এসব হচ্ছে না বলেই মানুষ নিরুপায় হয়ে সরকারি চাকরীর দিকে যাচ্ছে। আবার অনেকে দুর্নীতি করবে এই স্বপ্ন মাথায় নেও সরকারি চাকরী খুজছে। কর্পোরেট সেক্টর নিয়ন্ত্রণ করে লুটেরা ব্যবসায়ীরা। বাংলাদেশের প্রাইভেট অফিসে চাকরীর পরিবেশ তৈরি হয় নাই। কর্পোরেট কালচার যেটা বলে সেটার ধারে কাছেও ৯৫% প্রতিষ্ঠান পৌছাতে পারেনি এইসব লুটেরা ব্যবসায়ী কাম উদ্যোক্তাদের সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে। এসব কারনেও মানুষ সরকারি চাকরীর পিছনে ছুটছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.