নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নাম মি. বিকেল।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

সংখ্যায় নয়, প্রতিটি প্রাণের মূল্য সমান হোক!

২৭ শে মার্চ, ২০২৫ রাত ১:২৮



বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাতে লাখ লাখ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এর পেছনে রয়েছে অগণিত পরিবারের দুঃখ, হারানো স্বপ্ন এবং ভেঙে পড়া জীবন। আসুন, এই কঠিন সত্যের মুখোমুখি হই এবং ভাবি—কেন কিছু সংঘাত নিয়ে বিশ্ব নীরব থাকে, আর কিছু নিয়ে হইচই হয়?

১. সিরিয়া
২০১১ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় ৬,১৭,৯১০ জন মানুষ মারা গেছেন, যার মধ্যে ২০২১ পর্যন্ত ৩,০৬,৮৮৭ জন বেসামরিক নাগরিক। বোমার আঘাতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কত শিশু, মা-বাবা চিরতরে হারিয়ে গেছে—আমরা কি তাদের কথা ভাবি?

২. ইয়েমেন
২০১৫ সাল থেকে ২০২২ সালের শুরু পর্যন্ত ইয়েমেনে ৩,৭৭,০০০ জন মানুষের মৃত্যু হয়েছে, যার ৬০% খাদ্য এবং স্বাস্থ্যসেবার অভাবে। ক্ষুধায় কাতর শিশুদের দুর্দশা আমাদের হৃদয়ে নাড়া দেয়।

৩. কঙ্গো (ডিআরসি)
১৯৯৮ থেকে ২০০৩ সালের দ্বিতীয় কঙ্গো যুদ্ধে প্রায় ৫৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, বেশিরভাগই রোগ এবং অনাহারে। এই ভয়াবহ বিপর্যয়ের কথা কেন আমাদের কাছে অচেনা থেকে যায়?

৪. আফগানিস্তান
২০০১ সাল থেকে আফগানিস্তানে ২,৪৩,০০০ জন মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭০,০০০-এর বেশি বেসামরিক নাগরিক। যুদ্ধের ধ্বংসলীলায় কত স্বপ্ন ছিন্নভিন্ন হয়েছে, আমরা কি সেটা অনুভব করি?

৫. সুদান
দারফুর সংঘাত (২০০৩ থেকে বর্তমান) ৩,০০,০০০ থেকে ৫,০০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। ২০২৩ সাল থেকে নতুন সংঘাতে আরও ৬১,০০০ থেকে ১,৫০,০০০ প্রাণ ঝরেছে। এই কান্নার শব্দ কি আমাদের কাছে পৌঁছায়?

৬. ইরাক
ইরাক যুদ্ধ (২০০৩-২০১১) ১,৮৬,৬৯৪ থেকে ১২,২০,৫৮০ মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে একটি পরিবারের চিরতরে হারিয়ে যাওয়া হাসি।

৭. নাইজেরিয়া
২০০৬ সাল থেকে নাইজেরিয়ায় সহিংসতায় ১,৪৩,০০০ মানুষের মৃত্যু হয়েছে। বোকো হারামের হাতে ২০১৬-২০১৯ সালে আরও ৪,৯০,৯০০ জন প্রাণ হারিয়েছেন। এই অন্ধকার কেন আমাদের চোখে পড়ে না?

৮. গাজা
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত গাজায় ৪৬,৬০০ ফিলিস্তিনি মারা গেছেন। প্রতিদিন ধ্বংসস্তূপের নিচে জীবন চাপা পড়ছে।

৯. রোহিঙ্গা
২০১৭ সালে মিয়ানমারে গণহত্যায় ২৪,০০০ রোহিঙ্গা মুসলিম প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালে সমুদ্রপথে পালানোর সময় ৫৬৯ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের আর্তনাদ কি আমাদের কাছে পৌঁছেছে?

১০. উইঘুর
চীনের জিনজিয়াংয়ে ২০১৭ সাল থেকে ১০ লাখ উইঘুর মুসলিমকে আটক করা হয়েছে। জোরপূর্বক শ্রম, নির্যাতন আর নির্বীজনের শিকার হচ্ছেন তারা। এই নিপীড়নের বিরুদ্ধে আমাদের কণ্ঠ কতটা উঠছে?

এই মৃত্যুগুলো শুধু সংখ্যা নয়, এর পেছনে রয়েছে হারানো মানুষ, ভেঙে পড়া জীবন। আমরা যদি সত্যিই মানবতায় বিশ্বাস করি, তাহলে কেন কিছু সংঘাত নিয়ে নীরব থাকি? আসুন, সকল জীবনের মূল্য সমানভাবে দিয়ে এই নীরবতা ভাঙি।

তথ্যসূত্র:
1. Casualties of the Syrian civil war Wikipedia
Link: Click This Link
2. Conflict in Yemen and the Red Sea CFR
Link: Click This Link
3. Second Congo War Wikipedia
Link: https://en.wikipedia.org/wiki/Second_Congo_War
4. Afghan Civilians Costs of War
Link: Click This Link
5. Sudanese civil war (2023–present) Wikipedia
Link: Click This Link)
6. Iraqi Civilians Costs of War
Link: Click This Link
7. Mortality among populations affected by armed conflict in northeast Nigeria, 2016 to 2019 PMC
Link: Click This Link
8. The human toll of Israel’s war on Gaza – by the numbers Al Jazeera
Link: Click This Link
9. Rohingya genocide Wikipedia
Link: https://en.wikipedia.org/wiki/Rohingya_genocide
10. China’s Repression of Uyghurs in Xinjiang CFR
Link: Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৫ রাত ২:৫৪

রিফাত হোসেন বলেছেন:

২| ২৭ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩৩

Sulaiman hossain বলেছেন: সমস্ত মানুষকে ই মৃত্যু বরন করিতে হইবে। অত:পর কেয়ামতের দিন তোমাদের সবাইকেই জীবন দান করা হইবে।আগুন থেকে যাদেরকে দূরে রাখা হইবে,এবং জান্নাতে প্রবেশ করানো হইবে তারাই সফলকাম।আর দুনিয়ার জীন তো ধোকার সামান ব্যাতিত কোনো কিছু ই না।

৩| ২৭ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: একসাথে অনেক গুলো পোষ্ট দিবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.