![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট ছোট বালুকার কণার ন্যায় নিজের মনের অন্তরালে গড়ে তুলেছিলেন স্বপ্নগুলো কিন্তু কোন এক ধাক্কায় আহত সৈনিক এর ন্যায় দুমড়ে মুচড়ে গেলেন। হ্যা সবশেষ উঠে দাড়াতে বড্ড কষ্ট চারিদিকে ধোয়াশা,,,ঘামের প্রতিটি ফোটা যেন একেক বিন্দু রক্ত,,,সেই রক্তের প্রতিটি ফোটা যেন নিঃশ্বেষ করে দিচ্ছে আপনার অলীক ইচ্ছেগুলোকে,,,দেহ ডাক দিয়ে বলছে উঠোনা,,,তোমার এতদিনের গড়া স্বপ্ন ছিল কেবলই তাসের ঘর,,,এক ঝলক বাতাসে তোমার মহলল আজ নিশ্চিহ্ন,,,ফিরে যাও,,,তোমার জন্ম এর জন্য নয়,,,অতঃপর আপনি ফিরে গেলেন।
তবেই আপনার পরিচয় কাপুরুষ,,,আমি আপনাকে প্রথন অংশেই আখ্যায়িত করেছিলাম একজন সৈনিক হিসেবে,,,আসলেই কি আপনি তাই? তবে কেন সরে আসলেন? আপনার যুদ্ধসাথী আপনার স্বপ্ন যারা আপনার চোখে আলোর ঝটা দিয়েছে,,,যারা আপনাকে শিখেছিল নতুন পন্থায় বাচতে শেখা,,,দিয়েছিল এক চিলতে হাসি,,,আজ তাদের কে পেছনে ফেলে পিছু হটছেন? হ্যা এখন আমি বলব আপনি প্রকৃত সৈন্য না,,,আপনি কাপুরুষ কারণ আপনি জানেন না আপনি ইহার জন্যই সৃষ্টি হয়েছেন,,,আপনার রক্তের প্রতিটি হিমোগ্লবিন এর কণায় রয়েছে আপনার সাফল্যের গান,,,আপনার প্রতিটি নিঃশ্বাষে রয়েছে নতুন প্রাণ নতুন উদ্দীপনা,,রয়েছে অদম্য গতি,,পর্বত বিজেতার ন্যায় সাহস,,,
শুধু খুজে নিন,,,সবই হল আপনার মনের গহীনে লুকায়িত রত্ন,,,কাপুরুষ সৈনিকেরা এই রত্ন আহরণ করতে পারেনা,,,কারণ তারা পা পেছনেই থেকে যায়,,,হ্যা আপনিই পারবেন পা সামনে ফেলে এগোতে,,,
ওই দিগন্তে চিৎকার করে বলতে পারবেন হ্যা আমিই সেই কালজয়ী মহাপুরুষ,,,,নিজের হাতে নাম লিখেছি মহাকাল এর এই বাস্তবতায়,,,আমিই সেই আদর্শ যে ঘাড় ঘোরাইনি পিছনে,,,দূর্বল বাহুখানি দিয়ে ছিনিয়ে এনেছি সাফল্য,,,প্রবল বাসনা আর ইচ্ছাশক্তিই ছিল যার প্রধান হাতিয়ার।
হ্যা আমিই সেই মহাপুরুষ।
জনাব/জনাবা,,,আমার লেখা প্রথম ব্লগ,,,,
শ্রদ্ধেয়গণ ভুল ত্রুটি শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো।
©somewhere in net ltd.