![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিক্ত জীবনটার
,
ফিরে দেখি আধখান
,
অহোরাত্রি বিনমিত
,
বাকিটা ব্যবধান।
,
পথের হদিশ হারিয়ে গেছে
,
মাঝপথে আটকে গেছে
,
তিক্ত জীবনটা
,
কোনো এক বিচ্যুতিতে
,
কেমন যেন থমকে আছে।
,
বালির বাঁধন লোপ পেয়েছে
,
শরীরী এক ভালোবাসায়
,
দোলনচাঁপার ঘ্রাণটা যে আজ
,
উড়াল দিলো নিরবতায়।
,
তোমার খোঁপায় কখনো আর
,
এ মালঞ্চ জড়াবার নয়
,
শতজন্ম নয় এ জন্মেই
,
এ নিয়ম ভাঙ্গবার ভয়।
©somewhere in net ltd.