![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।
কে যাও মোহিনী হিরে-নন্দিনী
নুপুর-পতিত
.......মেঘের কণ্ঠ পায়?,
মুক্ত অলকে সাগর ঝলকে
শিমুল-চাঁদের
.......ফুল কপালের গাঁয়|
কোন সে নগরে যাও মৃন্ময়ী
চরণ যুগল
.......গোধুলি-শিল্প-রাঙা,
তোমার আরশী রোদের শার্শি
খুলে ফেলে এই
.......পৃথিবী করলো চাঙা|
খরা ঘেমে তাই নামলো তরল
পোড়ো বুকে ঘোর
.......অমৃত মেঘোচ্ছবি,
বরফ-আবেশে কণ্ঠের দেশে
নাচালো সঙীত
.......মহুয়া-তৃপ্ত-কবি|
তোমার মুক্ত ঠোটের ধনুকে
চাপা পড়ে গেলো
.......হেড়ে সময়ের মুখ,
সাহারা-দৃশ্যে ঘাসফুল দেখে
ভাঙলো দরোজা
.......কবি এক উত্সুক|
চপল পায়ের ছন্দে গায়ের
পাঁজরে টাঙানো
.......যে জল-কাঁচের খাপ,
মধুর অসুখে ধরলো সে বুকে
তোমার পথের
.......স্বর্ণ-খচিত ছাপ|
ভাবনার রঙে তোমাতে অলকা
খেলছি যখন
........এমনি মগ্ন ভরে,
জেগে দেখি একি উজান-সময়
কবর-চিত্র
........ছবিরা নিখোঁজ ঘরে|
চোখের সীমায় রূপের প্রতীমা
টেনেছে আঁধার
........রোদ-কাব্যের ইতি,
রেখে গেছে শুধু অচিন কবির
চাঁদরে ক্ষণিক
........পথের চিহ্ন-স্মৃতি|
©somewhere in net ltd.