নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড্ ফাদার....

D Day that i expect is surely coming...

মুফতি খার উদ্দিন

I do love to do research...

মুফতি খার উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ভন্ড সবুজ পাগড়ি দের ব্যাপারে কিছু কথা......

২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৪





এই লোককে দেখতে পাচ্ছেন? এর নাম মুহাম্মাদ ইলিয়াস আত্তার কাদ্রি । পাকিস্তানে সুন্নি সুফিদের অনেক বড় নেতা। এক সময় রাস্তা ঝাড়ু দিত আর আতর বেচত। পরে দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠা করে সে এখন কোটিপতি। এই দাওয়াতে ইসলামী পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, উত্তর অ্যামেরিকা আর ইউরোপেও ছড়িয়ে পড়েছে। মাদানি চ্যানেল নামে এদের নিজস্ব টিভি চ্যানেল আছে।



নিয়মিত দান করে ইলিয়াস কাদ্রি অসংখ্য ভক্ত জোগাড় করে ফেলেছে। এরা সবাই তার মত সবুজ পাগড়ি আর দাড়িতে মেহেদি দিয়ে রাখে। আত্তারের ভক্ত হওয়ার কারণে তাদেরকে আত্তারি বলা হয়ে থাকে। আত্তারকে খারাপ কিছু বললে তারা খুন পর্যন্ত করতে পারে।



তো এই আত্তারি সারাদিন খালি হালুয়া খায়, কান্নাকাটি করে আর মাঝে-মাঝে দাবি করে যে, নবীজি নাকি তাকে নতুন নির্দেশ দিয়েছে। লোকটা যে কী পরিমাণ নাটক করতে পারে তা ইউটিউবে তার ভিডিও (একটি উদাহরণ) দেখলে বোঝা যায়। পাকিস্তানী মুসলমানদের আরেক দল আহলে হাদিসদের চক্ষুশূল এই আত্তার।





তবে এখন বাংলাদেশেও এদের কার্যক্রম অনেক চোখে পরার মতো। এদেশে এরা আটকে পরা পাকিস্তানি অর্থাৎ বিহারী দের দিয়ে শুরু করে এদের কার্যক্রম। এদের সাথে ঢাকায় অনেক মসজিদের কওমি আলেমদের সাথে অনেক বাহাছ(যুক্তি তর্ক) হয়েছে এমনকি এদের সহকর্মি (বিহারি জনতা) আর সাধারন বাঙালি মুসলিম দের মধ্যে ধর্মিয় বিষয় নিয়ে কথা কাটাকাটি-ঝগরা ও পরে মারামারি পর্যন্ত হয়েছে। এমনকি মিরপুরের এক মসজিদে এরা একবার দলবল নিয়ে হামলা পর্যন্ত করেছিলো।



এদের সাথে কওমি আলেম গনের মত-পার্থক্যের মূল কারন হলো, এদের ইসলামী আক্বীদাহ্ গত কিছু প্রবলেম। যেমন, এদের ধারনাঃ আমাদের নবী (সঃ) নাকি দুরুদ পরার সাথে সাথে আমাদের সামনে চলে আসেন ইত্যাদি এরকম আরও নবী (সঃ) এর ব্যাপারে উদ্ভট কিছু আইডিয়া এরা বিশ্বাস ও প্রচার করে। যার কারনে এদের ব্যাপারে বাংলাদেশ কওমি বোর্ড থেকে ফতোয়া বেরিয়েছিল এদের ব্যাপারে।



তবে, এদের বিষয়ে অনেককেই অনেক কিছু করতে দেখেছি, কিন্তু হামলার স্বীকার মসজিদ ও তার আশে পাশের মসজিদের কোন তাবলিগ জামাতের লোকদের এ ব্যাপারে কোন উদ্যোগ নিতে দেখিনি। তাদের সামনে মসজিদে হামলা চালায় এই ভন্ডদের দল, আর তাবলিগের লোকেরা হা করে সব দেখছিল। এমনকি মাইকে মসজিদের খাদেম তৎক্ষনাত বলে দেয়ার পরেও!

সম্ভবত ফাজায়েলে আমলের মধ্যের ওই অন্যায়ের বাধা দেয়ার হাদীসটির শেষ অংশ "হাত বা মুখে কোনটাতেই সমর্থ না হলে মনে মনে অন্যায়কে ঘৃনা কর, আর এটাই হলো ঈমানের নিম্ন পর্যায়।" --তবে তারা তখন এরকম কাপুরুষতার পরিচয় দিয়ে ঈমানের নিম্ন-পর্যায় নয়, মানবতার নিম্ন-পর্যায়ে চলে গিয়েছিলো।

অবশ্য, পরের মাসের এক চিল্লায় আল্লার পথে যথেষ্ট চিল্লায়া আবার ওই ঘাটতি মনে হয় পুরন করে ফেলছে.....







যাই হোক, এই সবুজ পাগড়ি ও এর সমর্থক রা বিহারি দের থেকে তেমন একটা বাইরে আসতে পারে নাই। এটা একটা উল্লেখযোগ্য দিক। তবে এদের দাওয়াতি স্টাইলও কিন্তু তাবলিগ জামাতের মতো আর এদের বাংলাদেশিয় শত্রু তাবলিগ জামাত হওয়াতে অনেক সাধারন মুসলিমও একটু সস্তির নিশ্বাস ফেলতে পারছে। কারন, একজন চিল্লায় যাওয়ার জন্য ধরলে আরেকজনের লগে জামু বইলা মুক্তি পাওয়া যায়।:D:D:D:D:D:D:D:D:D



তবে দুইটার থেইকা বাচার একমাত্র উপায় হলো নিজেই নিজেকে আল্লার ওলি বলে ঘোষনা দেয়া। ;) ;)









....................................................................................................

কি? তাবলিগি ভাইদের খুব লাগলো নাকি? আহারে ব্যাচারা....!:|:|

আমার কথা অন্যায় মনে হলে মন থেকে ঘৃনা করেন। :D:D

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

মনে নাই তো কি করার বলেছেন:

২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

মুফতি খার উদ্দিন বলেছেন: ধাধায় পইরা গ্যালেন????

২| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

কানাফরিদ বলেছেন: আজব লোক তো?

২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

মুফতি খার উদ্দিন বলেছেন: :#) :#) B-)) B-)) B-))

৩| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪২

মেজর জেনারেল বলেছেন: তো ঐ মসজিদে হামলা প্রতিহত করা খালি তাবলীগের লোকজনের কাজ ?? বাকিরা কি ঈমান আমল সব জেরুজালেমে বর্গা দিয়া থুইছে?
সবুজ পাগড়িয়াল্গো নিয়া লেখতে যাইয়া তো চিকনে তাব্লীগের পাছায় বাঁশ দিয়া দিলেন।

২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

মুফতি খার উদ্দিন বলেছেন: আর তাবলিগ যে বাইরে বাইরইলেই চিল্লায় যাওয়ার কতা কইয়া পিছনে এক মাইল পর্যন্ত ধাওয়া করতে থাকে।
এমনকি বাসাতেও একটু শান্তি মতো থাকতে দেয় না।


আর ঐ মসজিদে হামলার খবর মাইকে শোনা মাত্র আমি আমার এলাকার ফ্রেন যাকে যেখানে ফোন দিয়ে পেয়েছি তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছিলাম। আর নিজ চোখে দেখেছিলাম যে ওই মসজিদের কতিপয় তাবলিগের লোকের সামনেই মসজিদের কাচে ইট ছুড়ছে।
আমরা যখন মসজিদের পাশে সিঙ্গারার দোকান থেকে লাকরি নিয়ে ওদের উপর ঝাপিয়ে পরলাম তখন ওই ঈমানওলা গুলা শুধু মুখে বললো "মার, মার"। :D :D :D
এই হইতেছে তাদের ঈমানি-জজবা !!!!

৪| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫২

িমরর বলেছেন: আপনি তো মিয়া এক্করে শিশু । অল্প পানির মাছ লাফায় বেশী । এ বিষয়ে না কিছু জাইনা হুদাই জিনিস লিখেন..
আপনি তাবলিগের পাছায় বাশ না দিয়ে নিজের পাছায় বাশ দিছেন....

২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

মুফতি খার উদ্দিন বলেছেন: খেকজজজজ :-P :-P :-P



আমারে শিশু,
কইলো মহিলা যিশু

:D :D :D :D :D :D :D :D

৫| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

মাথাল বলেছেন: অদ্ভুত!!!

২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

মুফতি খার উদ্দিন বলেছেন: হ ভাই।

৬| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০১

বাঁধলেই বাঁধন বলেছেন: আল্লাহ্ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।

২৭ শে জুন, ২০১২ রাত ১২:২৫

মুফতি খার উদ্দিন বলেছেন: সুম্মা আমিন।

৭| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০২

মেজর জেনারেল বলেছেন: আসলে স্থানীয় না হইলে যে কোন হামলা প্রতিরোধ করা কঠিন।
আপনার ক্ষমতা না থাকলে মাইর খাওয়া ছাড়া কিছু করার থাকবে না। :(

২৭ শে জুন, ২০১২ রাত ১২:২৭

মুফতি খার উদ্দিন বলেছেন: কিন্তু ভাই, জোট বাধিলে সবই সোজা।


ব্লগের ইভটিজিং বিরোধি কর্মসূচি তারই জলন্ত প্রমান ।

৮| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২১

মরু প্রান্তর বলেছেন: আসলে স্থানীয় না হইলে যে কোন হামলা প্রতিরোধ করা কঠিন।
আপনার ক্ষমতা না থাকলে মাইর খাওয়া ছাড়া কিছু করার থাকবে না। :(

২৭ শে জুন, ২০১২ রাত ১২:২৮

মুফতি খার উদ্দিন বলেছেন: হুমমমম...



----- ঐ-----

৯| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এজাবৎ মুসলমান মুসলমানরে বাঁশ দিছে সবচেয়ে বেশী।
এখন এদেশেও চালু হইতেছে পাকি স্টাইলে একপক্ষ অন্য পক্ষের মসজিদে হামলা করা। কয়দিন পর এরা বোমা মারবো, ফালতু মতভিন্নতার কারনে।

২৭ শে জুন, ২০১২ রাত ১২:২৯

মুফতি খার উদ্দিন বলেছেন: একেবারে মনের কথা বললেন ভাই।

১০| ২৬ শে জুন, ২০১২ রাত ১১:০৪

আমি দর্পন বলেছেন: আপনি তো মিয়া এক্করে শিশু । অল্প পানির মাছ লাফায় বেশী । এ বিষয়ে না কিছু জাইনা হুদাই জিনিস লিখেন..
আপনি তাবলিগের পাছায় বাশ না দিয়ে নিজের পাছায় বাশ দিছেন....
আসলে স্থানীয় না হইলে যে কোন হামলা প্রতিরোধ করা কঠিন।
আপনার ক্ষমতা না থাকলে মাইর খাওয়া ছাড়া কিছু করার থাকবে না।

২৭ শে জুন, ২০১২ রাত ১২:৩০

মুফতি খার উদ্দিন বলেছেন: কপি ফেষ্ট মাইচ্চেন!!!



তার মানে ধার করা যুক্তি আপনার। :-P :D :D

১১| ০১ লা জুলাই, ২০১২ রাত ১২:০৫

ছোট নদী বলেছেন: খা সাহেব মাথা ঠিক আছে তো? কিসের মধ্যে কি লাগাইলেন বুঝলাম না, তাবলিগ আইলো কইত থেকে? ম্যাচিউরড পোস্ট /:)

০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:০২

মুফতি খার উদ্দিন বলেছেন: খেকজজজজ... B-)) B-)) B-)) :-P

১২| ০৪ ঠা জুলাই, ২০১২ দুপুর ১২:১১

শুক্রগ্রহ বলেছেন: এই হারামি তো বদজাত আস্তা একটা ভন্ড। পাকির সাধারণ মুসলিমদের ঈমান থেকে সরিয়ে ফেলতেছে।

০৪ ঠা জুলাই, ২০১২ দুপুর ১২:২৬

মুফতি খার উদ্দিন বলেছেন: হুমমমমম, ভাল।


(এআকককককক, কুন পুষ্টের কমেন্ট কুতায় ভুলে দিয় দিসিলাম, পইরা থাকলে সরি ভাই।)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.