নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিপক্ক

Like to live with Quran

অপরিপক্ক › বিস্তারিত পোস্টঃ

দূর্নীতি দমনে ইসলাম- ঘুষ গ্রহণ

১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আযদ গোত্রের ইবনে লুতবিয়্যাহ নামক এক ব্যক্তিকে যাকাত আদায় করার কাজে কর্মচারী নিয়োগ করলেন। সে ব্যক্তি (আদায়কৃত মালসহ) ফিরে এসে বলল, "এটা আপনাদের (বায়তুল মালের), আর এটা আমাকে উপহার স্বরুপ দেওয়া হয়েছে।"



একথা শুনে রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মিম্বরে ঊঠে দন্ডায়মান হয়ে আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনা করে বললেন, "অতঃপর বলি যে, আল্লাহ আমাকে যেসকল কর্মের অধিকারী করেছেন তার মধ্য হতে কোনও কর্মের তোমাদের কাউকে কর্মচারী নিয়োগ করলে সে ফিরে এসে বলে কিনা, 'এটা আপনাদের , আর এটা আমাকে উপহার স্বরুপ দেওয়া হয়েছে'

যদি সে সত্যবাদী হয়, তবে তার বাপ-মায়ের ঘরে বসে থেকে দেখে না কেন, তাকে কোন উপহার দেওয়া হচ্ছে কিনা?

আল্লাহর কসম; তোমাদের মধ্যে যে কেউ কোন জিনিস অনধিকার গ্রহণ করবে, সে কেয়ামতের দিন তা নিজ ঘাড়ে বহন করা অবস্থায় আল্লাহ তা'লার সাথে স্বাক্ষাৎ করবে......। "

...

সহীহুল বুখারী ২৫৯৭, রিয়াদুস সালেহীন-হাদিস নং ২১৪



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বানান টা ঠিক করেন প্লীজ। ঘোষ না ঘুষ হবে বানান টা।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

অপরিপক্ক বলেছেন: বানান ঠিক করা হয়েছে। কমেন্টটা মুছে ফেলতে পারেন এবার।

২| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

এ সামাদ বলেছেন: ভাল

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই কমেন্ট তো আমি মুছতে পারি না। আপনাকেই মুছে দিতে হবে। আপনি না হয় আমার দুইটাই মুছে দিয়েন।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

অপরিপক্ক বলেছেন: হ্যাহ হ্যা। থাকরে ভাই। আপনার ২টা কমেন্টই থাকুক। আমরা আমরাইত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.