নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাত-সমুদ্দুর

অগ্নিগিরি

ভালো লাগে যা কিছু সত্য, সুন্দর।

অগ্নিগিরি › বিস্তারিত পোস্টঃ

পানি শূন্য তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প,উৎপাদন ব্যাহত করার চক্রান্ত দরকার জাতীয় সংহতি প্রকাশের

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬

গতকাল তিস্তা ব্যারেজের মনিটরিং রাস্তা দিয়ে আসছিলাম। মনটা বিসন্ন হয়ে গেল। ক্যানেলে সেচ লেভেলের অনেক নিচে পানির স্তর। প্রথমের দিকের তিনটি সাইফুন (জায়গায় জায়গায় যেখানে পানি রোধক এবং দিক পরিবর্তনকারী গেট লাগানো রয়েছে) পর্যন্ত কোনো রকমে টেনেটুনে সেচ দেয়া হচ্ছে। তাও চাহিদা মত নয়। তার পরের অংশ পুরো ক্যানেল পানি শূন্য , কার্য্তঃ অকার্যকর সেচ প্রকল্প। কোথাও কোথাও সামান্য পানি যেখানে জমে আছে সেখানে স্যালো মেশিন লাগিয়ে সেচ দেওয়া হচ্ছে......! প্রতিবেশি কথিত বন্ধু প্রতিম দেশ ভারতের এহেন হঠকারী আচরণ কোনো ভাবেই মেনে নেয়া যায় না। আসুন আমরা ভারতের আন্তর্জাতিক নদী থেকে এভাবে অন্যায় ভাবে একতরফা পানি প্রত্যাহারের তীব্র বিরোধিতা করে জাতীয় সংহতি প্রকাশ করি





X((

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯

বেকার সব ০০৭ বলেছেন: ভারত অন্যায় ভাবে একতরফা পানি প্রত্যাহারের দাবিতে তীব্র বিরোধিতা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.