![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসীম শূন্যতার পথ মাড়িয়েে
আসতে কি পারবে আলোয়?
কতদিন হলো গিয়েছো চলেে
আসতে কি পারনা আবার ফিরে?
স্মৃতিগুলো বুকের পাঁজরে
ঘুরে ফিরে কেঁদে ফিরে- বুকের গহীণের বদ্ধঘরে
স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার।
সে আশা কুঁড়িতেই
গিয়েছে অকালে ঝড়ে
যে পথে গিয়েছো চলে জীবনের ওপারে
সে পথ শুধু্ই ওয়ান ওয়ে... । (বাবার প্রতি)
©somewhere in net ltd.