![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার রাস্তাকে গাড়ি দিয়ে ঢেকে ফেলা প্রকল্প
কিছু কিছু কাজ আছে যেগুলি মানুষ ইচ্ছে করে করে, আর কিছু কাজ আছে যা মানুষ ইচ্ছে করে না করলেও তাদের করা অন্য কাজের ফলশ্রুতিতে তা হয়ে যায় । এ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের বর্তমান ৩০০ এর মধ্যে ১৪৭ সিটে নির্বাচন করে ক্ষমতা দখল করা আওয়ামী লীগ সরকার ঢাকার রাস্তাগুলিকে অদূর ভবিষ্যতে গাড়ী দিয়ে ঢেকে ফেলার একটা পরিকল্পনা গ্রহন করেছে । শহর এলাকার যাতায়াত বা যানবাহন ব্যবস্থা সম্বন্ধে যাদের একটু জ্ঞান আছে তারা জানেন, ঢাকার যানবাহন বা যাতায়াত সমস্যার প্রধান কারণ, অতিরিক্ত যান বাহন । প্রতিদিন শুধু মাত্র ঢাকা শহরে গড়ে ২৮০টি যান বাহনের রেজিশট্রেশন দেয়া হয় । এর উপর আছে সাইকেল, রিকশা, মোটর সাইকেল, ব্যাটারী চালিত গাড়ী, টেমপো ইত্যাদি, যার কোন সঠিক পরিসংখ্যান নেই ।
উন্নত দেশে পুরাতন গাড়ী বাতিল করে তা নষ্ট করে ফেলা হয়, যাতে নতুন গাড়ি বিক্রির ব্যবসা চলে, এবং দেশ গাড়ীর চাপ থেকে মুক্ত থাকে । জাপান এর বিকল্প হিসেবে পুরাতন গাড়ীগুলিকে গরীব দেশে বিক্রি করে থাকে । বাংলাদেশ বহুকাল ধতেই এই গাড়ী আমদানী করে থাকে। তার উপর এখন অন্য দেশ থেকে ও আমদানী করা হচ্ছে এবং দেশেই গাড়ী তৈরী বা আসেম্বল করার কারখানা তৈরী হয়েছে - যা কোন দিন বিদেশে রপ্তানী যোগ্য হবে না । দেশে প্রচুর দক্ষ কারিগর ও মেরামতের কারখানা থাকায় বাংলাদেশে কোন পুরাতন গাড়ীই বাতিল হয় না । দেশে প্রচুর উড়াল পথ করা হলেও আসলে গাড়ী মূলতঃ তার নানাবিধ কাজের জন্য প্রধানতঃ সমতলের রাস্তায় অবস্থান করে । এমতাবস্থায় গাড়ীর সংখ্যা বাড়তে থাকলে নীচের সব রাস্তাই যে ঢেকে যাবে এটা কোন কল্পনা নয়, বাস্তব সত্য।
অবস্থার আরো দ্রুত অবনত হবে আগামী বতসর । এই সময়ে সৌদি আরবে মেয়েরা গাড়ী চালানোর লাইসেন্স পেয়ে যাবে । এদের অনেকেই ড্রাইভিং জানে। তাদের জন্য এখন আট লাখ ড্রাইভার আছে যাদের অধিকাংশ বাংলাদেশের । এরা দেশে এলে এদের অনেকেই যে ব্যবহার বা ব্যবসার জন্য গাড়ি কিনবে তাতে কোন সন্দেহ নেই । সরকার এদের লাইসেন্স না দিলে উবার লাইসেন্স দেবে । আর সিদ্ধান্ত তাদের ব্যবসার পক্ষে নেবার জন্য যে কোন সংখ্যক মন্ত্রী কেনার পয়সা যে উবারের আছে তা বলাই বাহুল্য । এমতাবস্থায় "ঢাকার সব রাস্তা যান বাহনে ভরে গেছে " এই অবস্থা দেখতে আমাদের কিছুকাল অপেক্ষা করতে হবে মাত্র । তবে দেশে গনতান্ত্রিক সরকার এলে অবস্থা ভালো হতে পারে ।
২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাস্তা না বাড়ালে আর বিকেন্দ্রীকরণ না করলে সামনে অবস্থা আরো ভয়াবহ হবে। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে কোন কাজে আসবে না যতদিন রাস্তা না বাড়ানো হবে...
৩| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
এম এ মুক্তাদির বলেছেন: এমতাবস্থায় "ঢাকার সব রাস্তা যান বাহনে ভরে গেছে " এই অবস্থা দেখতে আমাদের কিছুকাল অপেক্ষা করতে হবে মাত্র ।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
সৌদী থেকে ড্রাইবার ফিরে আসবে, এটা সঠিক।