![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিস্থিতি যাই হোকনা কেন আমি নিজেকে খুশী ও প্রফুল্ল একজন মানব হিসেবে বিবেচনা করি। কারন আমি শিখেছি, মানুষের বৃহৎ পরিসরে দুঃখ ও অখুশির বড় কারন পরিস্থিতি নয় বরং স্বভাব।
আশা এবং বিশ্বাস একে অপরের সম্পুরক!
তবে বিস্তর তফাৎ ও আছে এ দু্ইয়ের মধ্য । বিশ্বাস ছাড়া মানুষ বাচতে পাড়েনা,কিন্তু মানুষ বেচে থাকে আশা নিয়ে।প্রথমটা আমাদের অনেক আগেই ভেঙ্গে গেছে, বেচে আছি দ্বিতীয়টা নিয়ে। কদিন আগে আমাদের অভিভাবকদ্বয় একজন অন্যজনকে নিমন্ত্রণ করেছেন। নিমন্ত্রণ মানেই বাহারী,লোভনীয় খাবারের সমাহার কিন্তু তারা যে সুস্বাদু খাবারের প্রতি দূর্বল নয় সেটাই প্রমান দিল নিমন্ত্রণ উপেক্ষা করে । তবে আমরা আশাবাদী জাতি বলে এখনও বুকভরা আশা নিয়ে,চোখে অফূরন্ত স্বপ্ন নিয়ে চেয়ে আছি তারা সত্যি আমাদের জন্য গঠনমূলক আলোচনা করবে। নাকি হরতালের স্বপক্ষে এবং বিপক্ষে মিছিল,মারামারিতে আর ও মৃত্যু দেখতে থাকবো ।এটাকি আন্দোলন নাকি আমাদের অভিভাবকদ্বয়ের বুকের ভীতরে জমে থাকা অনেকদিনের ক্ষোভের প্রতিশোধ নাকি তাদের কষ্ট আমাদেরকে বুঝাতে চায় যে দেখো তোমাদের ও বাবা হারালে কেমন লাগে অন্যজন হয়ত বিধবা হওয়ার মর্মটা আমাদের নারীদেরকে বাস্তবে বুঝাতে চায়।
©somewhere in net ltd.