![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিস্থিতি যাই হোকনা কেন আমি নিজেকে খুশী ও প্রফুল্ল একজন মানব হিসেবে বিবেচনা করি। কারন আমি শিখেছি, মানুষের বৃহৎ পরিসরে দুঃখ ও অখুশির বড় কারন পরিস্থিতি নয় বরং স্বভাব।
প্রান প্রিয় ভালবাসা
জানি তুমি খুব ভাল আছ, কারন তোমার মত মেয়েরা কখনো খারাপ থাকতে পারেনা। তুমিতো প্লে-গার্ল। আর আথলেটরা খুবই প্রোফেসনাল হয় তাই সবই ভুলে গেছ সহজেই।কিন্তু আমিতো ওরডিনারি পিপুল তাই মাঝে মাঝে তোমাকে খুবই মনে পরে।মনে পরে সেই দিন টার কথা আমি তোমাকে সত্যি সত্যিই আপন করে পেতে চেয়েছিলাম কিন্তু তুমি মিথ্যা ভালবাসার নামে আমাকে নিয়ে নিয়মিত হারে সাপলুডু খেলেছ।আমি তোমার সাথে একটা ম্যাচ ও জিততে পারিনি কারন আমি তোমার সাথে জিততেই চাইনি একটা মজার কথা যান আমি তোমার সাথে হারার জন্যই খেলেছি। আমি হারলে যে তুমি খুব খুশি হয়তা এই খুশিটা দেখার জন্যই আমি প্রত্যেকটা ম্যাচ হেরেছি।আমার হারার আরেকটা কারন হল আমি একটা সাইড ভাল খেলি কিন্তু তুমিতো অল-রাউন্ডার তাই তোমার ও নাকি একই পছন্দ। যদি ও তুমি নাকি জনৈক মিঃ অল-রাউন্ডারের সাথে একদা এক খেলায় হেরে সিরিয়াস ইনজুরি তে পরে গিয়েছিলা। এরকম কতজন প্লেয়ার তোমার জিবনে এসেছিল সেটা হয়ত তুমি ও বলতে পারবে না চ্যাম্পিয়ন বলে কথা।
আমি যখন তোমার আর আমার খেলা নিয়ে অন্য কার সাথে ম্যাচ রিভিউ করতে যাই তারা আমাকে সহসায় বলে দেয় আপনি কোন Physiatristএর সাথে দেখা করেন।আসলে কি আমি ....? জবাবটা আমি জানি না।
আমি তোমার সাথে আরো একটা ম্যাচ খেলব তবে তোমার অপজিট খেলোয়াড় হিসাবে নয় , ম্যাচ ম্যানেজার হিসাবে সেই খেলাটা হবে আমার তৈরি রুলসে ঠিক আমি যেভাবে বলব।আমি এখনও সেই রুলস তৈরিতে বেস্ত আছি ,সম্পুন হলেই তোমার সামনে আমি হাজির হব সেই অপেক্ষায়....
ইতি
ভালবাসার ভবিষ্যৎ ম্যানেজার।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৬ রাত ২:২১
রাজু মাষ্টার বলেছেন: আপনার ব্যাথার চাইতে আমার ব্যাথা টাও কোনো অংশে কম নয় !হারিয়ে গেছে জীবন থেকে ৩ টি মুল্যবান বছর!
,কারন ভালো থাকটাই অনেক কঠিন !!
হারিয়ে গেছে জীবনের মুল্যবান অনেক কিছু!কিন্তু তবু আমি চুপ করে গেছি!
কারন ভালোবাসার আরেকটি দিক হলো ক্ষমা !তবেইতো ভালোবাসার সার্থকতা!
আপনার ভালোবাসায় খাদ ছিলোনা,ছিলো আপনার ভালোবাসার মানুষটির মাঝে!
তো প্রতিশোধের আগুন এর তাপে কেনো নিজের এ মুল্যবান ভালোবাসাকে দগ্ধ করবেন?
ক্ষমাশীল হয়ে যান,খোদার কসম আপনার এই ক্ষমাশীলতাই সে মানুষটাকে একদিন দগ্ধ করবে!
শুধু সময়কে একটু তার ছক আকতে দিন,ছক আকা হয়ে গেলে সময় ই আপনার কথা বলবে !
অনেক ভালো থাকবেন