নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তকথা

মুক্তকথা

মুক্ত চিন্তা বলার চেয়ে চিন্তার মুক্তি বলা শ্রেয়তর।

মুক্তকথা › বিস্তারিত পোস্টঃ

মীর্জা গালিব আর আল্লামা ইকবাল

০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

মীর্জা গালিব মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লীরা তাকে বাধা দিল। বলল, মসজিদ আল্লার ঘর। মদ্যপানের জায়গা নয়।



গালিব তাকালেন মুসল্লীদের দিকে। তারপর আরেক চুমুক খেয়ে আওরালেন উপস্থিত শের,



পিনে দো ব্যায়ঠ কার

মসজিদ মে জানিবাঁ (বন্ধু),

ইয়া ও জাগা বাতা

যাঁহা পার খুদা নেহি।



মুসল্লীরা লা জবাব। কী জবাব দেবেন। খোদা নাই এমন জায়গার কথা বলা শক্ত বইকি। তবে জবাব দিলেন আল্লামা ইকবাল। বহু বছর পর। তার শের দিয়ে। তখন মীর্জা আর বেঁচে নেই।



ইয়া গালিব, পিনে কি জাগা

মসজিদ নেহি হ্যায়, যা

কাফির কো দিলমে পি

ওঁয়াহা পার খুদা নেহি।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

ভেংচুক বলেছেন: হুম

২| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৪

ব্রাইট বলেছেন: তা বেশ!

৩| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৬

এম এস জুলহাস বলেছেন: বাংলায় অনুবাদ থাকলে ভালো হতো

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৭

মুক্তকথা বলেছেন: মসজিদে বসেই পান করতে দাও বন্ধু,
নইলে এমন জায়গার কথা বল
যেখানে খোদা নাই।

...

মসজিদ পান করার জায়গা নয়,
যাও, কাফেরদের অন্তরে বসে পান করো,
ওখানে খোদা নাই।

৪| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৮

কিরিটি রায় বলেছেন: ওয়াহ ওয়াহ
কেয়া বাত কেহ দিয়া
জিসকো মালুম ও সমজ লিয়া
অর সবইকো মাথেকি উপর ছে গিয়া।।

হা হা হা হা

++

৫| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৪

আখসানুল বলেছেন: ভেংচুক বলেছেন: হুম

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৩

মুক্তকথা বলেছেন: এত হুম হুম?

৬| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:২১

শেরজা তপন বলেছেন: বাহ্ মারহাবা! মারহাবা!

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:২২

মুক্তকথা বলেছেন: হাবারে ধইরা মারলেন না তো ভাই?

৭| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫০

শেরজা তপন বলেছেন: নারে ভাই একটু গুতা।দিছি -কিলা-কিলি করি নাই

৮| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৮

জিনাত বলেছেন: ভাল

৯| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮

মামু বলেছেন:
মুরদই লাখ্‌ বুড়া চাহে তো কেয়া হোতা হ্যায়
ওহি হোতা হ্যায় যো মঞ্জুরে খোদা হোতা হ্যায়।
--------- অজ্ঞাত

বাংলা অর্থঃ

শত্রুরা লাখো অমঙ্গল কামনা করুক তাতে কিছুই হবে না
সেটাই ঘটবে যা খোদাতালা আমার জন্য নির্ধারন করেছেন।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩

মির্‌জা গালিব বলেছেন:
ইয়া রব, ও না সামঝে হ্যায় না সামঝেংগী মেরী বাত
দে অর দিল উনকো জো না দে মুঝকো জবান অর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.