![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
এমনও হয়—
ঝরা বিকেল। বিগড়ানো মাথা। অচেতন মন।
ঘুম ঘুম চোখ, ক্লান্তি সারাক্ষণ। হৃদয়ের ক্ষত
হঠাৎ বাড়ে কোথাও যেন পাখি উড়ে আমি শুনতে পাই। ধেয়ে যাই জানালায়। খোলা আসমান, গুনগুন গান; গেয়ে যাই। যদি কমে, কিছুটা দমে হৃদয়ের ক্ষত আছে যত। হয়তো হাসবো হয়তো না।
মনে পড়ে নামাজ কাজা। হবে কি কবুল প্রার্থনা আকুল। জানিনা, জানিনা! হলে হবে নয়তো সাজা।
এমনও হয়—
মৃত্যুর দূত হেসে খেলে যাওয়ার কথা কয়।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।