![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব দেশে-সমাজে কৃষক-জেলে-শ্রমিক তথা নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসেবে কিছু লোক দাঁড়িয়ে যায়। শোষিত মানুষের প্রতিনিধিত্বের নামে এইসব প্রতিনিধি আসলে নিজেদের আখের গোছায়। শোষিত মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন না হলেও এই মানুষগুলোর বদলে যেতে বেশিদিন লাগে না। শ্রমিক নেতা পাজেরো গাড়িতে চড়ে, ফাইভ স্টার হোটেলে বসে তাঁরা গরিবি হটানোর শলাপরামর্শ করে, পিথা-পায়েশ খায়, মুরগির রান চিবায়! এরা আসলে অতি সযত্নে গরিবি তৈরি করে, শোষিতের শোষণই হয় তাদের হাতিয়ার। শোষিতের কষ্ট নিয়ে তাঁরা মশকরা করেন, আবার বুক ফুলিয়ে গরিবের প্রতিনিধিত্ব করেন। মাঝে মাঝে অবাক হয়ে দেখি, এইরকম চক্রের তৈরি ফাঁদে মনের অজান্তেই পা দিয়ে ফেলছি!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
সোজোন বাদিয়া বলেছেন: ভাল শুরু করেছেন। তারপর করনীয় কী?
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ভালো বলেছেন ধন্যবাদ~