![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে কুয়াশার মতো মনে হলেও, এগুলো আসলে মেঘ! পোখারা থেকে ফেরার পথে আমাদের গাড়িটা আক্ষরিক অর্থেই মেঘের ভিতর দিয়ে এলো অনেকক্ষণ! চলতে চলতে দেখলাম অনেক ঘর বাড়িতে মেঘ আছড়ে পড়ছে। এখানকার রাস্তায় মজার এক জিনিস দেখলাম আজ। ঢাকা চট্টগ্রাম রোডে উল্টা দিক থেকে আসা চালককে অন্য চালক সাধারণত জিজ্ঞাস করে, উস্তাদ সামনে জ্যাম ত্যাম আছে নি? এখানে একজন আরেকজনকে জিজ্ঞাস করে, উপরে কি অবস্থা? অথবা, নিচে কেমন দেখে এলেন? এর কারণ, এখানে রাস্তা মানে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উপর নিচ করা!
©somewhere in net ltd.