নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি তোমরা মত্ত ভীষণ সর্বনাশের নেশায়
শিকল পরে বসে আছ দিন বদলের আশায়!
খাচ্ছ দাচ্ছ ঘুরছ ফিরছ , অন্ধকারে ঢিল ছুড়ছ
তোমার মাথাও বেঁচে দিচ্ছ , টের কিছু পাচ্ছ?
তোমার ঘরে আগুন দিয়ে ভিন দেশে মহল উঠছে
তোমার নামেই জোর জুলুমে রাজার প্রাসাদ হাসছে!
তোমার রক্ত ঘাম হয়ে যায়, তোমার নেই মুক্তি
রুখে দিলেই টের পেতে হায়, তুমিই আসল শক্তি!
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
এবং সত্য কথা