নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খোঁজ নিতে প্রতিদিন আব্বাই সবচেয়ে বেশি ফোন করে। ব্যস্ততার বাহানায় কথা বলি মেপে মেপে, যতটুকু দরকার। ফোন রেখে দেয়ার একটা তাড়া দেখাই। নিজের ছেলেকে দেখি না বেশ কয়েকদিন। ফোনে বললাম, বাবা, তুমি তো আমাকে ফোন কর না! ছেলের উত্তরঃ ফোন কিভাবে করবো বাবা? আমার তো সময় নাই!! বলেই মার কাছে ফোন রেখে দৌড়, খুব তাড়া! (তখন সে নানা বাড়িতে মামাতো ভাই বোনদের সঙ্গে খেলায় ব্যস্ত)।
এভাবেই সব কিছু, ভাল মন্দ, আমাদের দিকে ফিরে আসে। আমরা চাই বা না চাই, বুঝি আর না বুঝি!
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১১
খায়রুল আহসান বলেছেন: বাস্তব সত্য কথা। সব কিছু ফিরে আসে, চাই বা না চাই!
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
একটি বালুকণা বলেছেন: ভালোটা ফিরে আসুক,মন্দটা নয়।এটাই কামনা
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২
ঢাকার লোক বলেছেন: বাবা মা যাদের এখনো আছেন তারা বাবা মার্ দেখা শুনা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন ছেলে মেয়েরাও যেন বৃদ্ধ বয়সে তাদের দেখা শুনা করেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: হুম।