![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট মানুষ বলে, তুমি নীতি কথা শেখাও
বড় তুমি ধর্ম বেঁচে, ঈমান বেঁচে ঘুষ খাও!
কিছু বললেই ধমক দাও, করছি নাকি শোরগোল
তুমি-তোমরা আগুন জ্বালাও, কে লাগায় গণ্ডগোল?
চকলেট জামায় লেগে গেলে, তুমি বেজায় রাগ কর
তুমি মুখে সত্য গিলে, জাতির মুখ কালো কর!
ভবিষ্যতটা গিলে ফেলে, তুমি করছ উন্নয়ন
ছোট আমি অসহায়, জলে ভিজে দুই নয়ন।
বয়াম খোলে চিনি খেলে, তুমি ভীষণ রাগ কর
ধর্ষিতার কাপড় খোলে, তুমি শয়তান আমোদ কর!
ক্রিকেট বল গায়ে গেলে, তুমি কঠিন রাগ কর
কথায় কথায় মানুষ মেরে, রক্ত পানের ক্লাব কর!
তুমি এখন বড় বলে, কিছু বলতে পারছি না
মনে রেখো বড় হলে, সালাম তোমায় করছি না!
ছোট আমার কিছু নাই, তোমার জন্য নাই ক্ষমা
কিছু ঘৃণা এখন দিয়ে, অভিশাপই রাখছি জমা
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: কঠিন কবিতা