![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!
এ বুক এবাউট ইনোসেন্ট : অবতরণিকা
তিনব্রিটিশ যুবক তাদের ২৬ বছর বয়সে শুরু করে প্রাকৃতিক শরবতের ব্যবসা। আশির দশকের শেষর দিকে প্রেসক্লাবের উল্টাদিকে এমন একটা শরবতের দোকান ছির। সাবনুরিযান। অনেকটা সেই রকম। তবে, ইনোসেন্ট ওয়ালারা তাদের স্মুথি বোতলজাত করেই বিক্রি করেন। নিজেরা তারা একটি বই লিখেচেন - এ বুক এবাউট ইনোসন্ট।
তথ্যপ্রযুক্তির বাইরে, অন্য বিষয়ের উদ্যোক্তাদের গল্প আমি আরো কয়েকটা পড়েছি। তবে, এমন পোড় খাওয়া এবং তীব্র লড়াই-এর গল্প আর পড়ি নাই।
আগের মত আমার পড়ার অভিজ্ঞতা আমি শেযার করছি আমার সাইটে। সেখানে থেকে পড়ে নিতে পারেন অবতরনিকার পর প্রথম পর্ব
ইনোসেন্টের শরবত-১: হোয়াট ইজ দি বিগ আইডিয়া
০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৭
মুনির হাসান বলেছেন: বিউটির শরবত ব্যাপক ভাল। তবে, মার্চেন্ডাইজিং ক্যাপাসিটি আমাদের কম। এই আর কি।
ধন্যবাদ।
২| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১০
এম এ কাশেম বলেছেন: চমৎকার পোস্ট।
৩| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫১
নীজর্ন বলেছেন: ২নড year e ae company ta chilo amr innovation subject er case- study. odbhut tader chinta vabna and excellent result. aj tai onk boro company tader buy kore niyeche.
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: বাহ!
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪২
এন ইউ এমিল বলেছেন: বঙ্গবাজারের ওই দিকে বিউটি হোটেলে একদিন সরবত খাইছিলাম প্রায় ৩/৪ বছর আগে এখনো সাধটা মনে আছে