নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মুতাসিম উদ্দিন

মোঃ মুতাসিম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের দিন

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯



মাঝে মাঝে জীবনে যেন মন খারাপের দিন আসে।

দুপুরগুলোতে এত মন খারাপ হয়। চারিদিকে যেন কোথাও কেউ নেই। শুনশান, নিস্তব্ধ, খাঁ খাঁ দুপুর। মন খারাপের কথাটা বলার মতনও কেউ নেই। আবার থেকেই বা কী! এ তো আসলে বলে বুঝানো যায় না। বার বার মনে হতে থাকে এ আমার জায়গা নয়, এ আমার সময় নয়, আমার তো এখানে থাকার কথা না, আমার তো এ সময়ে থাকার কথা না। আমার থাকার কথা অন্য কোথাও, অন্য কোন সময়ে। সময়! সময়ের কথা বলতে গেলেই মনে পড়ে যায়, এইসব দুপুরে, এইসব বিকেলে, এইসব বিকেল ঘনিয়ে আসা সন্ধ্যায় সময় যেন কেমন রহস্যময় হয়ে যায়। প্রতিটা মুহূর্ত যেন অনন্তকাল হয়ে যায়। সময় যায় না। কিন্ত তারচেয়ে অদ্ভূত ব্যাপার হলো সময় গেলেই বা কী? সময় তো অফুরন্ত, অনন্ত, এর কোন শেষ বা শুরু নেই। আমরা সময়কে মাপি আমাদের জীবনের হিসেবে। যেখানে উপলব্ধিই হচ্ছে এ জীবন আমার নয়, আমি ভুল জীবনে বেঁচে আছি সেখানে আর সময়ের হিসাবে কী বা আসে যায়।

এইসব মন খারাপের দিনে গাঙচিল হয়ে নীল সাগরের উপর দিয়ে উড়ে বেড়াতে মন চায়, ঝিনুক হয়ে প্রবাল দ্বীপের পাড়ে জলকেলি করতে মন চায়, মেঘ হয়ে সবুজ পাহাড়ের চূড়া ছুঁতে মন চায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.