নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমন্ত চোখে জ্বালাই ন্যায়ের আগুন.....

মাইদুল আলম সিদ্দিকী

কবিতা ভালবাসি। তিল পরিমাণ সৃষ্টি যদি দিলকে স্বস্তি দেয় আমার মতে তাই কবিতা। সম্পাদনা করি আলফি সাহিত্য নামে মাসিক সাহিত্য সাময়িকীর।

মাইদুল আলম সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

ট্রিগার কিংবা বাতুলতা-৩

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

কালপেঁচার মস্তকের ন্যায় হৃদয়ের আকাশ
হাহাকার ডাকবিহীন বার্তা নিয়ে আসে
ক্ষুধার্ত অবুঝ শিশুর মুখমণ্ডলে পরিণত হয় জীবন!
অনাহারীর ঠোঁটের ভঙ্গিমা চুরমার করে অস্তিত্ব__
জীবনের অষ্টম পাঁক হতে অনেক দূরে থেকে
শূন্যের উপর সাঁকোরমত দোদুল্যমান... অথচ
আজও তোমার সাধ মেটেনি!

তুমি এখনও শুনতে চাও ডাহুকের সুর
তুমি চাও আমার নিঃশ্বাস পদ্ম-পাতা বিচ্যুত হোক
শুধু এ-কথাটি বিশ্বাস করতেই আমার ইচ্ছে হয় না'--
কুসংস্কারের বাজপাখিটা আমার পরিচিত
তুমি আজও অবধি পোষ মানাতে পারনি...!
যদি তাই পারতে তাহলে ট্রিগার হাতে নিয়ে
সেভেন্ট পয়েন্ট সিক্স ফাইভ বুরেটের নলটা
দুই অলিন্দের মাঝখানে ঠেলে দিয়ে অসুরের মত হাসতে
তোমার সারা জীবনের অন্ন হত আমার দেহের রক্ত
হা করে সারা জাতিকে দেখাতে তুমি পান চিবাচ্ছ
অথচ তুমি তখন রক্ত পান করছ--
তোমাকে ক্ষমা করে দিত বিধাতা
তোমাকে হাইকোর্ট বলত তুমি নিষ্পাপ-নির্দোষ
কিন্তু আমার হাহাকার ভরা আকাশ বলত তুমি ট্রিগারচালক...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

মিজানুর রহমান মিরান বলেছেন: কবিতার ভাব তেমন বুঝিনা। তবে পড়তে বেশ লাগে!
আপনার কবিতা অনবদ্য!

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

মাইদুল আলম সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধা জানবেন....।

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

রাজসোহান বলেছেন: ট্রিগারচালক, বাহ!+

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

মাইদুল আলম সিদ্দিকী বলেছেন: অনুপ্রেররণা পেলাম.।.।.।.।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০

মুসাফির নামা বলেছেন: ভালই লাগল।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

মাইদুল আলম সিদ্দিকী বলেছেন: শুভেচ্ছা জানবেন...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.