নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

টু বিড ইউ ফেয়ারওয়েল

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:২১


ছবি: নেট

বৃষ্টির রাতে পিচঢালা রাস্তায় হাঁটতে চাই,
শুধু তোমাকে নিয়ে।
তবে সেরাত অবশ্যই শীতের রাত হতে হবে,
থাকতে হবে রোড লাইটের হঠাৎ জ্বলা-নেভা।
তোমার হাত আমার হাতে থাকুক বা নাই থাকুক,
থাকতে হবে দুজনের কম্পনরত ঠোঁটে একই কথা; আজ অনেক শীত!
প্রেমিক হিসাবে আমি খুব একটা কনভেনশনাল নই,
তাই তোমাকে নীল শাড়ি না পড়লেও চলবে।
তবে অবশ্যই দুজনে হুডি পরবো।
ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে যদি গন্তব্যে পৌঁছেও যাই,
তবুও তোমার চোখে-চোখ না রেখেই বলব;
সামনে একটা টং আছে ভালো চা পাওয়া যায়।
আরও কিছুটা পথ হাঁটা হবে,
আরও কিছু সময় মৌনতা,
আরও কিছু সময় ভেজা পিচঢালা রাস্তায়,
তুমি-আমি আর মাঘ মাসের বৃষ্টি ভেজা শীত।
তুমিতো জানোই এই রাতে টং খোলা থাকবে না।
ফেরার পথে তোমাকে একটা ইয়ারফোন দিব,
আরেকটা থাকবে আমার কানে।
দুজনে শুনব ওপেথের টু বিড ইউ ফেয়ারওয়েল!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫

সোনালি কাবিন বলেছেন: ভালো লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

মিথমেকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

আপনার পোস্টে ১ম প্লাস আর ২য় মন্তব্য আমার।
আপনার নিকটি সুন্দর হয়েছে, মিথমেকার!!

শুভব্লগিং।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

মিথমেকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিজয় রয়!
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা..

৩| ২০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

মিরোরডডল বলেছেন:




এই নিক থেকে প্রথম লেখা আজ পড়লাম।
লেখাটা খুব ভালো লাগলো।

মাঘ মাসের বৃষ্টি ভেজা শীতের রাত।
টং দোকানের গরম চা হলে ভালোই হতো।


২১ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৪

মিথমেকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ডল!
মাঘ মাসের শীতের বৃষ্টি ভেজা রাত গুলো সত্যি অন্যরকম হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.