নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

পাঁচ রাজার মসনদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৩


ছবি: নেট

তোরা যুদ্ধ করে মর
রক্ত বারুদের গন্ধে;
তোরা জয়োল্লাস কর।
তোরা যুদ্ধ করে মর!

যুদ্ধ তোদের আদিম পেশা
বেচা বিক্রি ভালো
শান্তি আবার কি সে জিনিস
ঘৃণার আগুন জ্বালো।

রঙে ধর্মে সংস্কৃতিতে
হাজার অমিল তোদের
মীমাংসা মানে ব্যবসা খতম
নবজাগরণ ওদের।

পাঁচ রাজার মসনদেতে
শান্তির নাটক চলে
তালুকদারেরা সেই নাটকে
রক্তপাতের দলে।

পাঁচ রাজাতে রেষারেষি
দুই মেরু করন
তালুকদারেরা পক্ষ নিয়ে
ঘটায় শুধুই মরণ।

কোন রাজাদের পা চেটে
করবে তালুকদারি
কোন রাজাদের ভণ্ড বলে
পাবে সাঁজোয়া গাড়ি

এই ভাবনায় চলছে নাটক
মরছে কোটি প্রাণ
পাঁচ রাজার মসনদ তাই
শুধুই দিচ্ছে ত্রাণ।

চলছে নাটক চলবে নাটক
হাজার বছর ধরে
আসল রাজার কূট চালেতে
রাজার ঘটই ভরে!

তোরা যুদ্ধ করে মর
রক্ত বারুদের গন্ধে;
তোরা জয়োল্লাস কর।
তোরা যুদ্ধ করেই মর!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫০

এম ডি মুসা বলেছেন: আপনার লেখা কি প্রথম পাতায় যায়নি এখনো?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫

মিথমেকার বলেছেন: নোটিস পেয়েছিলাম যে এখন থেকে যাবে, কিন্তু প্রথম পাতা সিলেক্ট করে পোস্ট করলে যাচ্ছে না। এবিষয় যোগাযোগ করার চেষ্টা করলাম, কাজ হলো না। মেইল বা সহযোগিতা কোনোটাই কাজ করছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.