নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

কবিদের প্রেমে পড়তে নেই

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১০:১৫


ছবি: নেট

কবিদের প্রেমে পড়তে নেই।
ওদের দূর থেকে ভালোবাসাই শ্রেয়।
কবিদের মন মহাকাশ সমান বড়;
খুব সহজে সবাই ওদের প্রেমে পড়ে।
ওদের কাছে যেতে চায়,
ছুঁতে চায়!
কিন্তু, আকাশকে কী কখনও ছোঁয়া যায়?
আকাশকে দূর থেকে ভালোবাসা যায়,
ওর হরেক রূপ দেখা যায়।
ও কাঁদলে সেই বৃষ্টিতে ভেজা যায়;
ওর কান্না সবার আনন্দ!

কবিদের প্রেমে পড়তে নেই।
ওরা বৈশাখের আকাশ,
রুদ্র রূপে তছনছ করে ফেলে প্রকৃতি,
উপড়ে ফেলে সকল জীব ও জড়।

কবিদের প্রেমে পড়তে নেই।
ওরা বাউন্ডুলে;
আনমনে, উষ্কখুষ্ক বাবরি চুলে ঘুরে বেড়ায়,
মানুষ ওদের নেশাখোর বলে টিটকারি দেয়!

হঠাৎ কোনো পথশিশু গোলাপ গুচ্ছ এনে যদি বলে;
ও কবি ভাই একটা ফুল নেন।
কবি তখন তাকিয়ে থাকে ফুলের দিকে,
তাকিয়ে থাকে অপলক।
কবির ফুল দেওয়ার কেউ নেই!
কাকে ফুল দেবে ও?

কবি দিস্তা-দিস্তা কবিতার ফুল ছড়িয়েছে পুরো শহরে,
তবুও ওই পাঁচ টাকার গোলাপ দেওয়ার মতো কেউ নেই ওর!
কেউ নেই এই পুরো শহরে;
যাকে কবি গোলাপটি দিতে পারে।
যে, গোলাপের পাপড়িতে হাত বোলাতে বোলাতে বলবে;
কবি আমি আজ তোমার জন্য একটি কবিতা লিখেছি,
শুধু তোমার জন্য!

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৮

মায়াস্পর্শ বলেছেন: সুন্দর লিখেছেন মিথ , শেষের লাইনগুলো চির সত্য।

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৫

মিথমেকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি!
কবিদের জন্য কবিতা লেখে এমন প্রিয়জন সহজে পাওয়া যায়না এই পৃথিবীতে..

২| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:২৯

Subaita বলেছেন: কথা সত্য। কবিরাও একক ভাবে কারো প্রেমে পড়তে পারে না। কবিরা স্রেফ কবিতার।

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৮

মিথমেকার বলেছেন: Subaita,
কবিগণ আগে কবিতার প্রেমিক/প্রেমিকা তারপর অন্য সবার।
আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ!

৩| ২৬ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৫৮

ইসিয়াক বলেছেন: কবিদের অনেক দুঃখ সইতে হয়।

২৬ শে মার্চ, ২০২৪ সকাল ১১:১৬

মিথমেকার বলেছেন: কথা সত্য..

৪| ৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৬

মিরোরডডল বলেছেন:




কবিদের প্রেমে পড়তে নেই।

আমিতো আরও জানি কবি মানেই প্রেমিক মন।
প্রেমের মাঝে থাকে বলেই কবিতা লিখে।

যে, গোলাপের পাপড়িতে হাত বোলাতে বোলাতে বলবে;
কবি আমি আজ তোমার জন্য একটি কবিতা লিখেছি,
শুধু তোমার জন্য!


বাহ! শেষটা খুব সুন্দর হয়েছে।




৩১ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৯

মিথমেকার বলেছেন: ডল,
"কবি মানেই প্রেমিক মন"
এই উক্তির সাথে আমিও একমত। তবে, কবি মন বড়ই অস্থির আর বাউন্ডুলে।
সব সময় কী আর প্রেম জোটে? জোটে না বলেই তো বিরহের যত কবিতার সৃষ্টি!

অনেক অনেক ধন্যবাদ ডল!

৫| ০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫৫

মিরোরডডল বলেছেন:




কবি মন বড়ই অস্থির আর বাউন্ডুলে।

আমিতো কবি নই কিন্তু আমারও মন অস্থির আর বাউন্ডুলে কেনো!!!

এমন সুন্দর লেখাগুলো প্রথম মাথায় মিসিং, পাবলিক জানতেও পারছে না।
এটা কিন্তু মিথ ঠিক করছে না।
এডমিনকে লিখবে, মিথকে প্রথম পাতায় দেখতে চাই।

০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:২৭

মিথমেকার বলেছেন: আমিতো কবি নই কিন্তু আমারও মন অস্থির আর বাউন্ডুলে কেনো!!!

কবিতা প্রেমীদের মন হয়তো এমনই হয় ডল..

৬| ১৩ ই জুন, ২০২৪ রাত ১২:১০

ইসিয়াক বলেছেন: সুন্দর

৭| ১৩ ই জুন, ২০২৪ রাত ১২:১১

ইসিয়াক বলেছেন: আাবারো পড়লাম।

১৩ ই জুন, ২০২৪ রাত ১২:৫৭

মিথমেকার বলেছেন: ধন্যবাদ কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.