নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

ঈদের খুশি

১০ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫




ঈদের জামা প্রতিবছর
কেনার লাগে ধুম
চাঁদরাতে লক্ষ মানুষ
ভোলে শান্তির ঘুম।

ঈদের জামা সবাই কেনে
রাখে যত্নে তুলে
কিছু শিশু ওই রাতেতে
কাঁদে ঠোঁট ফুলে।

সবার বাসায় ফিরনি-সেমাই,
চটপটি আছে খাসা
ওই শিশুদের মাথায় জ্বলে
পান্তা ভাতের আশা!

সব শিশুরা যায় নামাজে
বাবার হাত ধরে
ওই শিশুরা ক্ষুধায় কাঁদে
মায়ের আঁচল ধরে।

সব শিশুরা সালাম করে
সালামী যখন পায়
ওই শিশুরা চুলার পাশে
অবাক বসে রয়।

সব শিশুরা দল বেঁধে
রাস্তায় যখন চলে
মা তখন ওই শিশুদের
খোদার মহত্ত্ব বলে।

হাজার দুয়ার ঘুরে যখন
বাবা ফিতরা পায়
সেমাই কিনতেই পয়সা ফুরায়
চিনি কেন দায়!

ওই শিশুরা যখন কাঁদে
বাবা-মায়ের কাছে
ওরা তখন বুঝিয়ে বলে
পরকাল আছে।

ঈদের খুশি কোনো কালেতেই
পায়নি ওরা খুঁজে
এই শহরে সবাই এখন
আপন স্বার্থ বুঝে!



------------------------------------------------------------------
সবাইকে ঈদ মুবারক!
সবার ঈদ আনন্দময় হোক এটাই কামনা করছি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

মিরোরডডল বলেছেন:





ঈদের নয় দিন পর আজ ঈদের বিলম্ব শুভেচ্ছা।
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ছড়া মন খারাপ করা।
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, তাদের কথা কেউ ভাবে না।
মিথ তাদের মনে করে লিখেছে।

মিথের ঈদ কেমন ছিলো?

২১ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৯

মিথমেকার বলেছেন: ডল কেমন আছো?
আমার ঈদ ভালোই কেটেছে, তোমার ঈদ কেমন কাটল??

২| ২১ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫১

মিরোরডডল বলেছেন:




আমি তো ঈদ সেলিব্রেট করিনা।

আর সব দিনের মতো, অফিস করলাম।
আফটার অফিস মুভি দেখা, গান শোনা এজ ইউজ্যাল লাইফ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.