নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।
হায় হায় হায় জিন্দেগি!
ইবাদত বন্দেগি;
তাহাজ্জুদে রাত জাগি
ছাত্র মরলে আমার কী?
হায় হায় হায় জিন্দেগি!
বাপের চেতনায় দেশ বেচি;
ঈশ্বর তো বানিয়েছি
ধর্ম যুদ্ধ বাকি।
হায় হায় হায় জিন্দেগি!
আগুন সন্ত্রাস সে কী?
মানুষ মারার ভেলকি।
এটা নাকি চালাকি!
হায় হায় হায় জিন্দেগি!
তোদের বেঁচে লাভ কি?
আছে তোদের কোটা কি?
তোরা রাজাকার সবই।
হায় হায় হায় জিন্দেগি!
পনেরো বছর খেয়েছি;
আর ক বছরে দোষ কি?
দেশটা সবে বেচেছি!
জিন্দেগি হায় জিন্দেগি!
লাশ পড়েছে কয়টা?
জ্বী নেত্রী, ছয়টা।
লাগা.. লগি বৈঠা!
জিন্দেগি হায় জিন্দেগি!
লাশ লাগবে ডজন দুয়েক।
নেত্রী, ওরা সংখ্যায় অনেক!
তোদের দেবো অস্ত্র হরেক;
ছাত্রদের কেন ডরেক?
জিন্দেগি হায় জিন্দেগি!
কিছু মারবি পুড়িয়ে;
লোকচক্ষু এড়িয়ে।
১৮ কোটি ঘাস খায়,
অন্যের ঘাড়ে দোষ যায়।
জিন্দেগি হায় জিন্দেগি!
দাদারা আছে ভয় কী?
সামাল দিবে কুচ ভি,
স্পেশাল প্লেন রেডি!
ছবি সূত্র: সোশ্যাল মিডিয়াস, ইউটিউব।
১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২৮
মিথমেকার বলেছেন: ভণ্ড-বোহায় গুলোর প্রতিটি কাজ ইতিহাস এর পাতায় সাক্ষী হয়ে থাকবে। ওদের নিপীড়ন অত্যাচার সীমা ছাড়িয়েছে, ওদের পাপ এর কলস পূর্ণ হয়েছে, এদেশের সাধারণ জনতা ওদের কখনোই ক্ষমা করবে না!
২| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৬
ঢাবিয়ান বলেছেন:
১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৫২
মিথমেকার বলেছেন: এরই প্রকৃত বীর! যে ভণ্ড গুলো ৭১ না দেখে ট্যাগ-বুলিং করে, ওদের এই বীরদের থেকে শিক্ষা নেয়া উচিত!
৩| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৫
ধুলো মেঘ বলেছেন: আপনি যদি বাংলাদেশে বসবাস করে থাকেন, সাইবার আইনে আপনার নামে মামলা হবে।
১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
মিথমেকার বলেছেন: আপনি হুমকি দিলেন জনাব?
আমি সাইবার আইনে মামলার ভয় পেলে স্বৈরাচার বিরোধী পোস্ট কখনোই দিতাম না। ডাইনি রানি এই দেশের আইন-আদালত সহ সকল কিছু কুলষিত করে ফেলেছে। ওর কর্মের ফল ও ভোগ করবেই, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়!
৪| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৬
পুরানমানব বলেছেন: জ্বলছে আগুন দাউ দাউ
স্বৈরাচারী আর তাহার দালালদের মুখে মুতিয়া দাও ।
৫| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৮
ধুলো মেঘ বলেছেন: হুমকি দেইনি - সতর্ক করেছি। একজন হাসিনাকে হায়েনা বলে ডাকার কারণে তার পাঁচ বছরের জেল হয়েছিল।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০৬
মিথমেকার বলেছেন: সেই একজনটা কে??
৬| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩৮
ধুলো মেঘ বলেছেন: Click This Link
২৪ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৭
মিথমেকার বলেছেন: লিঙ্ক কাজ করে না।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫৫
কাঁউটাল বলেছেন: "বাল" ছিড়া ভন্ডরা এখন তেতো মুখে আপনার লেখার দিকে তাকাবে। পারলে কিছুটা সমালোচনা করবে।