নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

আর ক\'টা দিন সবুর কর রসুন বুনেছি: বাংলাদেশ কখনও এই নির্মমতা ভুলে যাবে না!

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৪৮


ইতিহাসে "৭১" এর পর এত স্বল্প সময়ে এত প্রাণহানি হয়নি। সম্ভবত আধুনিক বিশ্ব এত প্রাণহানি, এত বর্বরতা, স্বজাতির মধ্যে এর আগে দেখেনি। সমগ্র বিশ্বে বর্বরতার দৃষ্টান্ত হলো বাংলাদেশ!

এই নিষ্পাপ শিশুটির কী দোষ ছিল! বহুতল ভবনের ছাদে গুলি পৌঁছাল কিভাবে? দেশের মানুষ গুলো ধীরে ধীরে নির্মম মুখোশধারী পশুতে পরিণীত হচ্ছে।

ঘরের ভেতরেও মানুষ নিরাপদ নয়। নিষ্পাপ শিশুগুলো বিধাতার কাছে যখন ঠোঁট ফুঁলিয়ে নালিশ করবে, হয়তো তখন পাপের ঘড়া পূর্ণ হবে!
ওদের গুলি চালাতে হাত কাপেনি?





দেশের প্রতিটি নাগরিক এই হত্যাকাণ্ড দেখেছে, নিজদের ভালবাসার মানুষ হারিয়েছে। দেশের মানুষ সহনশীল হতে পারে, কিন্তু ভীরু কাপুরুষ না। দেশটা নরক জ্বালায় ভুগছে, দেশের মানুষ ডুকরে কাঁদছে, মুক্তি চাঁয় তাঁরা। দেশের মানুষ এই হত্যাকাণ্ড কখনোই ভুলবে না!

খবরের লিঙ্ক:







মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫৭

ফারহানা শারমিন বলেছেন: কখনো ভুলবো না।

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২০

মিথমেকার বলেছেন: কখনোই না! দেশের মানুষ এই নির্মম হত্যা কাণ্ডের বিচার করবেই।

২| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: এই কারণেই এই ধরনের পরিস্থিতিতে বাচ্চাদেরকে জানালায় বা বারান্দায় দাঁড়াতে দিতে নেই। নিজেদের নিরাপত্তা নিয়েও নিজেদেরকেই সচেতন থাকতে হবে। যদিও আমি নিজেও আমার ১০ তলার বারান্দায় বসে বসে এই যুদ্ধ দেখেছি তবুও এটলিস্ট আমার বাচ্চা থাকলে আমি কিছুতেই তাকে নিয়ে সেখানে দাঁড়াতাম না এবং নিজেকেই বিরত রাখতাম এই দৃশ্য দেখার থেকে।

আইন শৃঙ্খলা দেশ রাজনীতি আমাদের কারো জীবন বাঁচিয়ে দিতে পারবে না। নিজের সচেতনতা সবার আগে। নিজেরা কোথায় বাস করছি, কি করছি কি বলছি সব নিয়েই নিজেদেরকেই সাবধান হতে হবে। স্থান কাল পাত্র বুঝে চলতে হবে।

আহারে বাচ্চাগুলা! তাদের তো বুঝবার বোধই নেই গুলি বাবার কোলের মত নিরাপদ স্থানেও তার প্রাণ কেড়ে নিতে পারে।

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২৬

মিথমেকার বলেছেন: দেশের প্রতিটিটা নাগরিকের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। রাজনৈতিক ভাবে, অধিকার নিয়ে, অনাচার, অত্যাচার, নিপীড়ন, তদুপরি সব কিছু নিয়ে। দেশের মানুষগুলো ধীরে ধীরে কেমন যেন সর্বসহনশীল হয়ে গিয়েছে।

৩| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৭

রিফাত হোসেন বলেছেন: শেষের শুরু!

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২০

মিথমেকার বলেছেন: এন্ড গেম হায স্টারটেড!

৪| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৪

বাংলার এয়ানা বলেছেন: আমরা গোল্ড ফিস জাতীতে রূপান্তরিত হয়েছি, সব আবার ভুলে যাব, হিরক রানি আবার বহাল ত্ববিয়তে থাকবে।

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৮

মিথমেকার বলেছেন: পুরো দেশটাই যন্তরমন্তর ঘরে রূপ নিয়েছে। এখানে চাটুকরিতা, দাসত্বই রক্ষা।

৫| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৫

মিথমেকার বলেছেন:


সকল পাপ কর্মের ফল ওরা ভোগ করবেই। ওরা মানুষ রুপি জানোয়ার! হায়েনা! শিশু গুলোর কী দোষ ছিল!! ওরা কার কী ক্ষতি করেছে? এই শিশু গুলোর মা-বাবার বুক-ফাটা বেদনা বিধাতা লাঘব করুন।

৬| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৯

এক্সম্যান বলেছেন: ঘরের ভিতরে গুলি, চার তলার ছাদে গুলি, কিছুই বলার নাই। বললেই শিবির।

শায়মা বলেছেন: আহারে বাচ্চাগুলা! তাদের তো বুঝবার বোধই নেই গুলি বাবার কোলের মত নিরাপদ স্থানেও তার প্রাণ কেড়ে নিতে পারে।

এই দেশে মায়ের পেটেও কেউ নিরাপদ নয়। এর আগে মায়ের পেটের সন্তান গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও আছে। ২০১৫ কিংবা ১৬ তে মাগুরায় ছাত্রলীগ নেতার গুলিতে মায়ের পেটের সন্তান গুলিবিদ্ধ হয়েছিল।

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২৯

মিথমেকার বলেছেন: যে দেশে মায়ের কোল থেকে নবজাতক চুরি হয় তাঁর মুখ দেখার আগেই সেদেশে শিশুরা নিরাপদ এটা বলা প্রহসন ছাড়া আর কিছুই নয়। খোদার কাছে এই সন্তান-হারা মায়েদের আত্মচিৎকার ঠিক পৌঁছাবে! ওদের বিচার হবে জনতার আদালতে।

৭| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৫৮

সামরিন হক বলেছেন: শুনেছি হেলিক্প্টার দিয়ে কিছু জায়গায় গুলি বর্ষণ করা হয়েছে ।আমাদের পাড়ার টং দোকানদার মিজান ভাইয়ের বাড়ির টিনের চালা ভেদ করে গুলি ঢুকে গিয়েছিল ভাগ্য ভালো যে সে সময়ে সেখানটাতে কেউ ছিল না থাকলে মারা পরতো।
এটা কি ধরণের দেশ পরিচালনা! আস্থা নেই আর সরকারের উপর।

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:০৮

মিথমেকার বলেছেন: দেশের নাগরিকের বিরুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো যুদ্ধ অস্ত্র! এই অস্ত্রগুলো যুদ্ধে ব্যবহার করা হয়, এধরণের অস্ত্রগুলো কখনোই একটি সভ্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর হাতে থাকতে পারে না। এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

৮| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৫৯

শাওন আহমাদ বলেছেন: কোনোদিন ভুলে যাব না। এসব ভোলা যায় না।

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:০৯

মিথমেকার বলেছেন: আমরা কখনোই ভুলে যাব না! দেশের প্রতিটি মানুষ মনে রাখবে ওদের পাশবিক নির্মমতা!

৯| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৪

সোনাগাজী বলেছেন:



ব্লগার অর্ক নিজে উপস্হিত ছিলেন এই আক্রমণের সময়; তিনি বলছেন, যারা ১৯৭১ সালে পরাজিত হয়েছিলো, তারাই "কোটা" আন্দোলনের নামে দেশকে আক্রমণ করেছিলো।

১০| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৪

বাউন্ডেলে বলেছেন:
ট্রান্স রাজাকাররা দেশে গৃহযুদ্ধ বাধানোর লক্ষ্য কোটা যুযুর ভয় দেখিয়ে শিশু-কিশোরদের রাস্তায় নামিয়ে বাচ্চাদের ঢাল হিসেবে ব্যবহার করে যে ভয়ংকর খেলা শুরু করেছিলো সারাদেশে, তা “প্রশাষনের অসীম মার খাওয়ার ধৈর্য” - রুখে দিয়েছে সেই মহা বিপর্যয়। সমস্ত ছোট শহরে বাচ্চাদের নেতৃত্ব দেয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত শিবির কর্মী পাঠানো হয়েছিলো। তাদের উদ্দেশ্য ছিলো - শিশু, কিশোরদের লাশ দিয়ে রাস্তা-ঘাট চিরতরে শাট-ডাউন দেয়ার। এই ভয়ংকর সিদ্ধান্ত ক্ষমতালোভী বাংলাদেশ বিরোধী ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহর অশেষ রহমত সেদিন অধিকাংশ অভিভাবক (৮০% )বাচ্চাদের বের হতে দেয়নি। যারা ভুল বশঃত বের হয়েছিলো, তারাও জামাত বিএনপি-ট্রান্স রাজাকারদের উম্মতত্তা দেখে দ্রুত ঘরে ফিরেছিলো। এই ভয়ংকর অমানিশার আমদানীকারক কে ? জাতি জানতে চায় ? কারা বাচ্চাদের জীবন নিয়ে খেলতে চেয়েছিলো ? বিচারের রায় পর্যন্ত অপেক্ষা করতে কারা দেয়নি ?

১১| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৫

মিথমেকার বলেছেন:
খবরের লিঙ্ক


কিছু অতি বেহায়া চর্মচক্ষু দিয়ে যা কিছুই দখে সেই বাস্তবতাকে নিজের মনগড়া কাল্পনিক গল্পের সাথে সংযোগ করতে সবসময় ব্যস্থ থাকে। এরা মানসিক বিকারগ্রস্ত!
খবরের লিঙ্ক

দেশের মানুষ চরম সহনশীল হতে পারে কিন্তু "আটার-ননসেন্স" না।

১২| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫২

মিথমেকার বলেছেন:
খবরের লিঙ্ক
চোখে গুলি আগেও হয়েছে, সেটা কাশ্মীরে!

খবরের লিঙ্ক

খবরের লিঙ্ক

খবরের লিঙ্ক

খবরের লিঙ্ক

বাংলাদেশের প্রতিটি মানুষ ধৈর্যের চরম পরীক্ষা দিচ্ছে..

১৩| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৪

নব অভিযান বলেছেন: আহা মানুষের জীবন! আহা!

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১৮

মিথমেকার বলেছেন: দেশের মানুষ ধৈর্যের চরম পরীক্ষা দিচ্ছে..

১৪| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৬

সোনাগাজী বলেছেন:



রসুন দিয়ে মানুষের মাংস রান্না করার ইচ্ছে আছে?

১৫| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১৭

মিথমেকার বলেছেন: এই ব্লগে "নির্বোধ', "মূর্খ", "চাটুকার", "দালাল" "হায়নার পালের" মন্তব্যের জবাব দেয়া হয়না। একজন মানুষ একজন মানুষের মন্তব্যের জবাব দিতে পারে, কিন্তু একটা মানুষরূপী পশুর "হাঁকডাক" এর জবাব দিতে পারে না।

১৬| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:০৬

নয়া পাঠক বলেছেন: মিথমেকার বলেছেন: এই ব্লগে "নির্বোধ', "মূর্খ", "চাটুকার", "দালাল" "হায়নার পালের" মন্তব্যের জবাব দেয়া হয়না। একজন মানুষ একজন মানুষের মন্তব্যের জবাব দিতে পারে, কিন্তু একটা মানুষরূপী পশুর "হাঁকডাক" এর জবাব দিতে পারে না।

ভাইয়া একদম সরাসরি বলে অনেক ভালো করেছেন, কিছু কিছু মানুষরূপী অমানুষের চোখের সামনে যেদিন তাদের সন্তান-ভাই-বোন বিপদে পড়বে, সেদিন হয়ত তারা বুঝবে, তাদের বিবেক ফিরে আসবে, এর আগে মনে হয় আর তাদের হুশ হবে না।

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৭

মিথমেকার বলেছেন: মানুষরূপী জানোয়ারদের প্রিয়জন হয়না। জানোয়ার গুলোর শেষ দিন খুবই নিকটে।

১৭| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ৮:০৯

মিথমেকার বলেছেন:
নিউজ লিঙ্ক

নিউজ লিঙ্ক

নিউজ লিঙ্ক

নিউজ লিঙ্ক

নিউজ লিঙ্ক

১৮| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ৯:১৭

কামাল১৮ বলেছেন: এখন ধরপাকড় চলছে।বিচার শুরু হতে সময় লাগবে।

১৯| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১:৪৮

নব অভিযান বলেছেন:

২০| ২৬ শে জুলাই, ২০২৪ ভোর ৬:১০

এম এ কাশেম বলেছেন: রসুন দিয়ে মানুষের মাংস ভুনা খাবে এমন হায়েনার দলও বাংলাদেশে আছে।
আহা মানুষ!
মানুষ যখন দলকানা বলদে পরিণত হয় তখন পশুকে ও হার মানায়।

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৭

মিথমেকার বলেছেন: দলকানা মানুষ গুলো চাটুকার নির্বোধ- মূর্খ, ভণ্ড। এরা শুধু নিজের ভালো বোঝে অপরের ভালো কী জিনিস এরা সেটা বোঝে না।

২১| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৩

মনিরা সুলতানা বলেছেন: নেয়া যায় না এসব টুকরো খবরের বোঝা :(

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৯

মিথমেকার বলেছেন: বাংলাদেশের প্রতিটি সুস্থ মস্তিষ্কের মানুষ ডুকরে কাঁদছে! তাঁরা এই নির্মম নির্যাতন এর আর নিতে পারছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.