নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

ওরা আবারও জঘন্য দাঙ্গা-যুদ্ধ বাঁধানো খেলা খেলতে পারে: সকলের সতর্কতা অত্যন্ত জরুরি!!! (সাময়িক)

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১:৪৯


এই দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, একটি গোষ্ঠী আগেও কিছু ক্রুসিয়াল সময় দেশের মানুষকে ডিভাইড করে নোংরা খেলা খেলেছে। এই নোংরা খেলার সব থেকে কার্যকরী অস্ত্র হলো ধর্ম। সাধারণ মানুষের অনুভূতিকে পুঁজি করে ওরা এই নোংরা খেলা খেলে নিজেদের উদ্দেশ্য হাছিল করে।

দেশের এই কঠিন সময় সাধারণ মানুষের উচিত সর্বদা সতর্ক থাকা। সবাইকে মনে রাখতে হবে আমাদের দেশ একটা পরিবার এবং এখানে সকল জাত-পাত, ধর্মের ভেদাভেত ভুলে এখন রাষ্ট্র মেরামতের সময়!

এখন একটি কুলাঙ্গার গোষ্ঠী মসজিদে গীতা রেখে বা মন্দিরে কোরআন রেখে সাধারণ মানুষে মানুষে দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে। শুধু এই নয় মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর, গরু কেটে ফেলা, মসজিদে শুয়ার কেটে ফেলার মতো জঘন্য কাজ করতে পারে শুধু মাত্র নিজদের উদ্দেশ্য হাছিল এর জন্য।

নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি নাগরিককে সর্বদা সতর্ক থাকতে হবে, যাতে এই ধরনের জঘন্য কাজ কেউ এই দেশের বুকে করতে না পারে। কেউ যেন এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে। মনে রাখতে হবে দেশটা আমাদের সকলের।

এই ধরনের জঘন্য কর্ম ছাড়াও আরও ভয়াবহ হেইনস ট্যাকটিক হতে পারে!

প্রতিবেশীরদের সাথে মেকি ছায়া যুদ্ধে জড়ানো; মেকি যুদ্ধ দেখিয়ে জনতার নজর ঘোরানো, সম্পূর্ণ অপ্রয়োজনীয় কর্মে জনমত তৈরি। যুদ্ধে জড়িয়ে জনমত নেয়া পৃথিবীর ইতিহাসে একটি পুরাতন হেইনস ট্যাকটিক!

আবারও দেশ থেকে সম্পূর্ণরূপে ইন্টারনেট চলে যেতে পারে। কিছু সরকারি ব্যাংক এবং প্রতিষ্ঠান বাদে।

তাই দেশের এই ক্রুসিয়াল মোমেন্টে সকলকে সর্বদা সতর্ক থাকতে হবে।
সত্যের জয় হবেই!

এটাই আমার বাংলাদেশ! এই সম্প্রীতি চিরজীবী হোক! সবার আগে মানবতা।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৩:২২

আঁধারের যুবরাজ বলেছেন: সেরকম কিছু হলে অবাক হবো না। গণহত্যা যারা করতে পারে ,তারা অন্য যে কোনো কিছু করতে দ্বিতীয়বার ভাববে না।

০২ রা আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৫

মিথমেকার বলেছেন: সকলকে এই মুহূর্তে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন!

২| ০২ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৯

সোহানী বলেছেন: এররকম হত্যা যারা করতে পারে বা সমর্থন করতে পারে তাদের দ্বারা যেকোন কিছুই সম্ভব।

০২ রা আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৬

মিথমেকার বলেছেন: সকলকে এই মুহূর্তে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন!

৩| ০২ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:০৭

কামাল১৮ বলেছেন: সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা কম।গৃহযুদ্ধ লাগতে পারে।সে দিকে সাবধান থাকতে হবে।

০২ রা আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৭

মিথমেকার বলেছেন: যেকোনো ধরনের সহিংসতা কাম্য নয়। সকলকে এই মুহূর্তে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন!

৪| ০২ রা আগস্ট, ২০২৪ সকাল ১০:৫০

মিথমেকার বলেছেন:

৫| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৭

রানার ব্লগ বলেছেন: কোটা সংস্কার বাদ দিয়া রাস্ট্রের সংস্কার নামে নিজের আখের গুছানোর রাজনিতী যখন হচ্ছে সংঘাত অবশম্ভাময়ী। আমরা আম জনতাদের দয়া করে মাফ করেন আপনারা যারা একটু যুদ্ধ যুদ্ধ খেলতে চান দয়া করে কোন বড় মাঠ দেখে ওখানে গিয়ে খেলুন। আমাদের এই সবে জড়াবেন না। আমরা অতিষ্ঠ।

০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৫

মিথমেকার বলেছেন: আপনার মন্তব্য থেকে প্রমাণিত আপনি মোটেও তথাকথিত সাধারণ মানুষ নন।
দেশের সাধারণ মানুষ যারা তাঁরা ছাত্র-জনতা নিজ নিজ অবস্থান থেকে ঘটে যাওয়া নির্মম গণহত্যা এবং চলমান গণগ্রেপ্তার-পেটুয়া পুলিশ বাহিনীর নির্মম নির্যাতন এহেন নেক্কারজনক কর্মের তীব্র নিন্দা জানাচ্ছে! সত্যের আশ্রয় নিন। সত্যকে মানতে শিখুন।

৬| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:১৩

রানার ব্লগ বলেছেন: সাধারন মানুষ কখনই ততাকথিত হয় না। এই শব্দ টা তুলে নিন।

প্রথমিক দিকে আমিও কোটা সংস্কর এর পক্ষে নিজের মতামত দিয়েছি কিন্তু যখনি এই সংস্করের আন্দলনে ছুচোর গন্ধ পেয়েছি নাক সরিয়ে নিয়েছি।

আমি ব্যাক্তিগতভাবে কোন মৃত্যুর পক্ষে অবস্থান নেই না। আমি প্রত্যেক অস্বাভাবিক মৃত্যুর প্রতি ঘৃনা ও সকল নির্মমতার প্রতি তিব্র প্রতিবাদ জানিয়ে আসছি।

তথাকথিত আমজনতা বলতে কোন শব্দ নাই। আমজনতার সাথে তথাকথিত শব্দ যায় না।। শব্দটা প্রত্যাহার করুন।

দয়াকরে আমাকে কোন পক্ষের সাথেই মেলাবেন না। সব পক্ষেই কেন জানি ডাস্টবিনের গন্ধ পাই। এর জন্য আমি নিজেই দায়ি। তাই আমি নিরেপেক্ষ বা পাগল হয়েই থাকা পছন্দ করি।

০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩১

মিথমেকার বলেছেন: সাধারন মানুষ কখনই ততাকথিত হয় না। এই শব্দ টা তুলে নিন।
তথাকথিত আমজনতা বলতে কোন শব্দ নাই। আমজনতার সাথে তথাকথিত শব্দ যায় না।। শব্দটা প্রত্যাহার করুন।

বিনয়ের সাথে বলছি আমি শব্দটি প্রত্যাহার করতে পারছি না। কারণ; সাধারণ মানুষের ভিড়ে সব সময়ই কিছু তথাকথিত অসাধারণ মানুষের অবস্থান থাকে। এরা মোটেও সাধারণ নয়!

আমি ব্যাক্তিগতভাবে কোন মৃত্যুর পক্ষে অবস্থান নেই না। আমি প্রত্যেক অস্বাভাবিক মৃত্যুর প্রতি ঘৃনা ও সকল নির্মমতার প্রতি তিব্র প্রতিবাদ জানিয়ে আসছি।

এর জন্য আপনাকে সাধুবাত জানাচ্ছি। সত্যই কোনও মৃত্যুই কাম্য নয়!

"আপনার মন্তব্য থেকে প্রমাণিত আপনি মোটেও তথাকথিত সাধারণ মানুষ নন।"
আমি আপনার প্রথম মন্তব্যের প্রতিমন্তব্যে এটা বলছিলাম কারণ; ইদানীং ব্লগে কিছু মানুষকে কড়া ভাষায় প্রতিবাদ না করলে এদের গণউৎপাতে অভিষ্ঠ হচ্ছি। এই কারণে এই কঠিন সময়টা আমি মন্তব্যর জবাব কড়া এবং কঠিন ভাষায় দেয়ার চেষ্টা করছি।
আপনি মনে দুঃখ পেয়ে থাকলে, আমি আন্তরিক ভাবে দুঃখিত!

৭| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৮

রানার ব্লগ বলেছেন: তথাকথিত সাধারন মানুষ না বলে কি গালি দিলেন? গালি দিলে ঠিক আছে কিন্তু অপমান করলে দুইটা কথা আছে।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:২৮

মিথমেকার বলেছেন: রানার ব্লগ বলেছেন: তথাকথিত সাধারন মানুষ না বলে কি গালি দিলেন? গালি দিলে ঠিক আছে কিন্তু অপমান করলে দুইটা কথা আছে।
আপনার কী মনে হয়?

৮| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৪

ভুয়া মফিজ বলেছেন: সেই ১৯৭২ সাল থেকে শুরু হওয়া ঘটনার পরস্পরা যদি আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই এর সাথে কতোরকমের স্বার্থ আর ষড়যন্ত্র জড়িত। প্রতিটা ঘটনাকে বিতর্কিত করার কতো অপচেষ্টা। দেশের চেয়ে ব্যক্তি আর দলের স্বার্থকে বড় করে দেখা।

এই প্রক্রিয়া এখনও চলমান। এই আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য কতো রকমের তত্ত্ব সামনে নিয়ে আসা হচ্ছে। সহজ সরল সত্যটা অনেকেই বুঝতে পারছে না, নাকি চাচ্ছে না? তারা কি এতোটাই উজবুক? আপনার ব্যাখ্যা কি?

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:৪৪

মিথমেকার বলেছেন: আমার বখ্যা হলো: যখন কোনো মানুষ অবৈধ পয়সা খাওয়া শুরু করে তখন তার মুখে থেকে আর ইনসাফ এর কথা বের হয় না। সে সত্য মিথ্যার তফাৎ বুঝতে পারে না। বুঝতে পারলেও না বোঝার ভান করে। কারণ ওইযে, অবৈধ টাকা পেতে ঢুকেছে। তাছাড়াও ইনসাফকে ত্যাগ করে অন্যায়ের পক্ষ নিলে মানুষের মেধা মননে পচন ধরে। হয়ে যায় অমানুষ!

৯| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:৪০

অক্পটে বলেছেন: আপনি সত্যই বলেছেন। এই নরখাদকেরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হেন কোন কর্ম নেই যা করবেনা। আমাদের সতর্ক থাকা উচিত। গণহত্যা করে যারা অন্যের ঘাড়ে দোষ চাপাতে মরিয়া তাদের দ্বারা যে কোন কিছুই সম্ভব। আর আপনি ঠিকই ধরেছেন। তথাকথিত অসাধরনেরা তাদের লেখা এবং মন্তব্যে সেই স্বাক্ষর রেখে যান সবসময়, তবে তারাও যে হত্যাাকারীর দোসর সেই টেগ টা নিতে চাননা। ধন্যবাদ সময়োপযোগী লেখাটির জন্য।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:৫১

মিথমেকার বলেছেন: বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি একটা সময় দৃষ্টান্তের মতো ছিলো। যদিও এখনও উপমহাদেশে বাংলাদেশই এই দিক থেকে সিকিওর।
বাংলাদেশে সাংবধানিক ভাবে সকল ধর্মের মানুষের অধিকার সমান।
কিন্তু কিছু নরপিছাচ আছে এরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ট্রাম কার্ড হিসাবে খেলতে চায়। যেটার দৃষ্টান্ত ইতিহাসে বিদ্যমান।

১০| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:৪১

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন:আপনার কী মনে হয়?


প্রশ্নের বিপরীতে উত্তর হয় পালটা প্রশ্ন না ।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:৪৬

মিথমেকার বলেছেন: "আপনার মন্তব্য থেকে প্রমাণিত আপনি মোটেও তথাকথিত সাধারণ মানুষ নন।"
আমি আপনার প্রথম মন্তব্যের প্রতিমন্তব্যে এটা বলছিলাম কারণ; ইদানীং ব্লগে কিছু মানুষকে কড়া ভাষায় প্রতিবাদ না করলে এদের গণউৎপাতে অভিষ্ঠ হচ্ছি। এই কারণে এই কঠিন সময়টা আমি মন্তব্যর জবাব কড়া এবং কঠিন ভাষায় দেয়ার চেষ্টা করছি।
আপনি মনে দুঃখ পেয়ে থাকলে, আমি আন্তরিক ভাবে দুঃখিত!

আমি যদি আপনাকে গালি দিতাম বা অপমান করতে চেতাম কখনোই অপরের ওই বাক্য গুলো বলতাম না। আপনি হয়তো আমার মন্তব্যে কিছুটা ইন্সিকিউর ফীল করছেন।

১১| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:৫৫

মিথমেকার বলেছেন:
এটাই আমার বাংলাদেশ! এই সম্প্রীতি চিরজীবী হোক! সবার আগে মানবতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.