নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

"পিন্ডির জঞ্জির ছিন্ন করেছি দিল্লীর গোলামী করার জন্য নয়"

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১০




মাস্ট ওয়াচ! মাস্ট ওয়াচ!! মাস্ট ওয়াচ!!! ইউটিউব ভিডিও লিঙ্ক কমেন্ট এ..

ভারতীয় নিউজ চ্যানেল এর একটি টক শো তে, ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমাল্লার বসু মন্তব্যের মুখ্যম জবাবে বলেন; "পিন্ডির জঞ্জির ছিন্ন করেছি দিল্লীর গোলামী করার জন্য নয়"

মেঘ এর মুখে এই কথা শুনে বিজেপি এর চেলা গুলোর মুখ এর রিঅ্যাকশন জাস্ট দেখুন! ওদের ধারণা বাংলাদেশে হিন্দু ছাত্র, বাম দল মানেই দিল্লীর পদ লেহনকারি চামচা। মেঘ আরও বলেন; "বিষয়টা খুবই সিম্পল, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বা সমমর্যাদার সম্পর্ক না।" সোজাসাপটা মুখ্যম উত্তর।

বর্তমান ছাত্র ইউনিয়ন এর পলিটিকাল প্র্যাকটিস দেখে বেশ আনন্দিত হলাম। হয়তো ছাত্র ইউনিয়ন সঠিক পথেই হাঁটছে। তাঁরা হয়তো তাঁদের অতীতের গৌররভ আবারও ফিরে পাবে। একটা সময় বাংলাদেশে পাত্রীর বাবাগন তাঁর মেয়ের জন্য ছাত্র ইউনিয়ন এর নেতাদের পছন্দ করতেন। কারণ তাঁরা ছিল অসাধারণ মেধাবী এবং রাজনৈতিক ভাবে চৌকস। তাঁদের সামাজিক মর্যাদাও ছিল এক অনন্য উচ্চতায়!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১২

মিথমেকার বলেছেন:

২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৪

নতুন বলেছেন: =p~ =p~ =p~ =p~

সেই রকমের জবাব দিয়া দিছে দাদাদের।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫৭

মিথমেকার বলেছেন: এদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখার মতো ছিল!! মেঘ এর ওই নির্ভীক মন্তব্য ওদের ভেতরটা কাঁপিয়ে দিয়েছে!
প্রাপ্য মর্যাদাটুকু কীভাবে আদায় করে নিতে হয় বাংলাদেশের মানুষ ভালো করে জানে।
এই দেশের মানুষ কখনোই মাথা নত করে চলেনি চলবেও না।

৩| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৫২

সোহানী বলেছেন: এতো চিৎকার দিয়ে কথা বলে, ওরে মাগো মা!! উপস্থাপনাই জানে না।

আমি সকাল থেকেই এদের অপপ্রচার দেখে প্রচন্ড বিরক্ত।

চমৎকার উত্তর দিয়েছে। প্রাউড অব হিম।

০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৫

মিথমেকার বলেছেন: ওরা প্রচণ্ড জোরে চিৎকার চেচামেচি করে! যে ব্যপার গুলো বহির্বিশ্বে এবং বাংলাদেশে রীতি মতো অসভ্যতা!

৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩২

মেঠোপথ২৩ বলেছেন: ডক্টর ইউনুসের এক ইন্টারভিউ নিয়েছে ইন্ডিয়ান এক জার্নালিস্ট । দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন তিনি । তিনি বলেছেন ইন্ডিয়ার প্রতিবেশি হিসাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখা উচিত ছিল । But they focus on one person only । এরপর বর্তমান ভাংচুর এবং শেখ মুজিবের মুর্তি ভাঙ্গার বিষয়ে বলেছেন যে, হাসিনা মানুষের মনে এমন তিক্ততা সৃষ্টি করেছে যে, সেসবের বহিঃপ্রকাশ ঘটছে। এরপর জিজ্ঞাশা করসে যে এখন জামাত দেশে radicalisation বা উগ্র মৌলবাদের উত্থান ঘটবে কিনা । ড ইউনুস বলেছেন , শেখ হাসিনা চলে গেছে সকল উগ্রবাদের অবসান ঘটেছে। সে তোমাদের মাথায় কিছু নেগেটিভ ধারনা ঢুকায়ে দিয়েছিল। সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকেও বলছে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বেশি এবং যদি কিছু ঘটেও , তার সুষ্ঠু তদন্ত করা হবে । জার্নালিস্ট ব্যটা আর না পাইরা ধন্যবাদ দিয়া ইন্টারভিউ শেষ করেছে।

০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৭

মিথমেকার বলেছেন: ওদের সি গ্রেড জার্নালিজম দেখলে বমি আসে!
এখন ইউটিউবার সব গুলো টিভি মিডিয়া একসাথে লাগছে। বাংলাদেশের গণ মানুষের এই বিজয় ওরা মানতেই পারছে না!

৫| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০৭

আহলান বলেছেন: মুর্তি ভাঙায় এরা খুব কষ্ট পাচ্ছে - কিন্তু আমাদের নিরস্ত্র ছাত্রদের মৃত্যুতে নয়। এতোই যদি মুজিবের মুর্তি তোদের এতো পছন্দ,নিজেদের দেশে বানিয়ে পূজা কর।

০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৮

মিথমেকার বলেছেন: ওদের কাছে বাংলাদেশের মানুষ কোনো ইস্যু না! মানুষের প্রাণের কোনো দামই নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.