নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েনামান7119

েনামান7119 › বিস্তারিত পোস্টঃ

ইসলামী সমাজের মাধুর্য

২৬ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৪১

পুঁজিবাদ সমাজ কে ভাগ করে অর্থ দিয়ে । যেইখানে অর্থ থাকাই আপনার সামাজিক মর্যাদার প্রধান হাতিয়ার । আবার কমিউনিস্ট দের ধারনা বিত্তবান হওয়া পাপ । এই দুই সমাজই অর্থনীতি কে প্রধান হাতিয়ার করে কোন না কোন ভাবে । আবার দুই সমাজেই সামজিক মূল্যবোধের কোন দাম নেই । রাস্টকেই তারা বানায় সর্ব শক্তিমান । সব কিছুর উপর রাস্টের নগ্ন হস্তক্ষেপ । এক সমাজে কোন সমালোচনাই সহ্য করা হয় না আবার অন্য পুঁজিবাদী সোঁ কল্ড ফ্রি সমাজে আপনি যদি তাদের এজেন্ডা নিয়ে কথা বলেন তখনি আপনার বাকস্বাধীনতা আছে । আপনি যদি তাদের এজেন্ডার বিরুদ্ধে যান তাহলেই আপনি শেষ । হাঁ আপনার কথায় যদি মানুষের উপর কোন প্রভাব না থাকে তারা ইগনোর করবে কিন্তু যদি সমাজে আপানর কথার প্রভাব তৈরি হয় আপনাকে কেন্সেল করে দিবে ।
বাংলাদেশেও এর উদাহরন হচ্ছেন ব্যারিস্টার মইনুল এবং মাসুদা ভাঁটটির ঘটনাটি ।
কিন্তু আপনি যদি ইসলামের দিকে তাকান অবাক হবেন । এইখানে গরীব হওয়াকে আপানর বেরথতা হিসেবে দেখানো হয় না । আবার বিত্তশালী হওয়া খারাপ কিছু না । আল্লাহ অর্থকে নুন্নতম এক মাধ্যমে নিয়ে গেছেন যার সাথে সামাজিক অবস্থানের সম্পর্ক নেই । নবীজীর জীবন কালে দেখা যাবে অনেক ধনী যেমন তার আসে পাশে ছিলেন তেমন গরীব অসহায় রাও ছিলেন । তারা সমাজের গুরুত্বপূর্ণ পদ অলঙ্কারিত করেছেন । আর তা শুধু তাদের মানবীয় গুনের যোগ্যতা দিয়ে অর্থ বিত্ত দিয়ে নয় । আবার আপনি দেখবেন মানুষ খলিফার বিরুদ্ধে বিচার দিয়েছেন কিন্তু অজাজিত মিথ্যা অপবাদকে হারাম করেছেন ।
সুবাহান আল্লাহ । কেউ যেমন লাখ টাকা কামাই করলে ভালো মানুষ হয়ে যায় না আবার কেউ ডক্টরেট করলেই জ্ঞানী হয়ে যায় না । এইটাই ইসলাম বিচার করেছে । সমাজে তারাই সম্মানিত যারা তাকওয়া রাখেন , যারা সৎ, যারা মানবীয় গুন সম্পূর্ণ এবং ঈমানের সাথে চলাচল করেন ।
সুবহানআল্লাহ এমন ভাবে মানুষকে বিচার করতে শিখানো এম মাত্র আল্লাহর পক্ষেই সম্ভব । আমাদের ভাবতে হবে আমরা কি দজ্জালের মতো মানুষকে বিচার করবো নাকি আল্লাহর শিখানো পন্থায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.