নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কুঁড়ি

আমাকে ফুল হতে দিন

আলমআলম

একটু বেশী ইমুশানাল

আলমআলম › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবের ভাল দিগ খারাপ দিগ

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ২:৫৭

ভালো দিগ[/sb

১. আইন শৃংখলা খুবই ভালো

২. খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত (ডিম ওর মেয়াদ ডেট আছে|)

৩. রাস্তাঘাট খুবই ভালো

৪. সারা দিন মসজিদ এ পড়ি ওয়াজ করে না

৫. শব্দ দুষন নাই

৬. বিদ্যুত ১০ বছর ও একবার যায় না

৭. ট্রাফিক আইন খুবই কড়া( রাস্তায় যদি পানি আসে জরিমানা করবে)

৮. রমজান মাসে অনেক জাগায় ফ্রি খাবায়

৯. পর নিন্দা করে না

১০. হরতাল অবরোদ নাই

১১. তেমন কোন ছুটি নাই

১২. অরুচিপুর্ন সাইন বোর্ড নাই

খারাপ দিগ

১. অলস জাতী

২. কে এফ সি, কিং বারগার, শাহী গাভা ছাড়া কিছুই বুজেনা

৩. শ্রমিকদের সাথে প্রচুর গির গির (বকাযকা) করে

৪. সহপরিবারে পর্ন ছবি দেখে

৫. কাজের মেয়েদের সাথে অসামাজিক কাজ করে

৬. নকল কপালা (দাস প্রতা) আইন চালু আছে

৭. আকামার নামে শ্রমিক এর রক্ত শোষন করি খায়

৮. বাংলাদেশীদের মফিজ মনে করে

৯. তাদের বাথরোম চেয়ে ড্রাইভার এর রোম ছোট

১০. আকামা শেষ হলে মোটা অংকের টাকা দাবি করে

১১. অন্যদের চেয়ে বাংগালীদের কম বেতন দেয়

১২. নামাজের সময় বিদেশীদের ধরে কিন্তু স্বদেশীদের ধরে না

১৩. সব দেশের ভিসা চালু আছে কিন্ত বাংগালীদের বন্দ

১৪. খাদ্যদ্রব্য প্রচুর অপচয় করে

মন্তব্য ৩৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:০৪

সীমানা পেরিয়ে বলেছেন:

ওদের ভালো দিকগুলো আমাদের গ্রহন করা উচিত। কিন্তু তা আমরা কখনোই পারবো না... অর্থহীন বকর বকর করে মুখ খারাপ করা ছাড়া..... আউজ কিছু আবুল দেখতেছি সৌদিদের গাইল্লাইতেছে..... অরা অগো আইন পালন করছে.... আমাগো প্রেসিডেন্টের মতো খুনী মুক্তি দিয়া গলায় মালা পড়ায় নাই কেন সেই জন্যে অনেকের গাত্রদাহ শুরু হইছে...... আরে বেকুব পারলে ভালো গুনগুলো গ্রহন কর.....

২| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:০৭

রেজা রাজকুমার বলেছেন: ৮. বাংলাদেশীদের মফিজ মনে করে

ভাই বানান ঠিক করেন।এই রকম বানান জানলে বাংলাদেশীদের মফিজই মনে করবে

১০ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৫

আলমআলম বলেছেন: ভাই বাংলা লেখা অনেকটা ভুলে গেছি, ওরা কি বাংলা বুঝে

৩| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:১৪

বোরহান উদদীন বলেছেন:
সরি ভাই কিছু মনে করিবেন না
এইটা প্রশ্ন করি আপনি কি হাউজ ড্রাইভার এর জব করনে নাকি সউদিতে, ঐ যে বল্লেন ১১. ছুটি নাই

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২০

আলমআলম বলেছেন: না।তবে আমার কিছু পরিচিত ড্রাইভার আছে

৪| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:১৭

সীমানা পেরিয়ে বলেছেন: ১. আইন শ্রীংখলা খুবই ভালো
২. খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত (ডিম ওর মেয়াদ ডেট আছে|)
৪. সারা দিন মসজিদে ওয়াজ করে না
৫. শব্দ দুষন নাই
৭. ট্রাফিক আইন খুবই কড়া( রাস্তায় যদি পানি আসে জরিমানা করবে)
৯. পর নিন্দা করে না
১০. হরতাল অবরোধ নাই


এগুলোর কোনটা টেকনিক্যাল কারনে ভালো হয়েছে....!!! @দাঁড়িপাল্লা।


৫| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২১

সীমানা ছাড়িয়ে বলেছেন: বানানগুলো ঠিক করুন। খুবই অড।

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২৪

আলমআলম বলেছেন: প্লিজ একটু বলে দিন, ধরতে পারছি না

৬| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২২

নষ্ট ছেলে বলেছেন: ৪. সহপরিবারে পর্ন ছবি দেখে

এই কথাটা প্রথম শুনলাম। আমার পরিচিত অনেকেই সৌদিতে কাজ করে কারো মুখে এমন কথা শুনি নাই।

৭| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২৩

বেঈমান আমি বলেছেন: আপনার মতো লোকেরতো ঐ সোনার দেশে যাওয়ার কথা।মানবতা বোঝেন?জিবনে আর কোনো দেশে গেছেন? =p~ =p~ =p~ =p~

৮| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২৪

_তারেক_ বলেছেন: দাঁড়িপাল্লা কে বলছি,
কোরান আর মুহাম্মাদ (স ) এদের কোনও প পরিবর্তন আনতে পারেনি, যে ভাব নিয়ে বল্লেন, তো আপনি কিসের অনুসারী যে ,একজন মহামানব আর মহাগ্রন্থ এর নাম উচ্চারণ করতে গেলে সম্মান দিয়ে করতে হয় এইতাই সিখতে পারেন নি ।
আফসুস , বিরাট আফসুস ।
আপনাকে একটা প্রশ্ন জিগাই , আপনাকে একটা মারসিটিজ কিনে দিলে সেটা যদি আপনি ড্রাইভিং না জানার কারনে খালে পড়েন, তাহলে দোষ টা কার ?? গাড়ির নাকি আপনার ?
সউদি এর লোকেরা কি করে না করে , তার জন্য আপনি মুহাম্মাদ(স) এর দোষ ধরছেন কেন??
এই দোষ ধরা সভাব আপনাকে কোন ভালো মানুশ সেখালো এইটা তো বুঝলাম না ।
ইসলাম সম্পর্কে কতটুকু জানেন আপনি?

৯| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২৭

বেঈমান আমি বলেছেন: নষ্ট ছেলে @ আমগো দেশি গুলা যারা ড্রাইভার হিসেবে কাজ করে ওদের কে জোর করে সেক্স করা লাগে মেয়ে এবং মেয়ের মার সাথে না করলে বলে পুলিশে ধরায় দেবে।আর আরবি গুলার চেহারা যে কি বিশ্রি জাস্ট লাইক আফ্রিকান।শুদু তেল এর কারনে বেচে গেলো।

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২৯

আলমআলম বলেছেন: ?????

১০| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২৯

_তারেক_ বলেছেন: যে পোস্ট টা করেছে সেও মোটামুটি ভালই আঁতেল ।
জান সব পরিচ্ছন্নতা কর্মী হিসাবে, তো মফিয মনে করবে নাতো কি রাজপুত্র মনে করবে ?
বাংলাদেশে যত মাদানি , আল্লমা আছে , কই তারা তো বলে না যে তাদের সাথে মফিয এর মত আচরন করা হয়।
তুমি মফিয হইলে মফিজের মত আচরন তো করবেই
তুমি চুরি করবা আর ফাসি দিলে দোষ ??
বাংলাদেশের হাজার হাজার সিক্ষাথি সৌদিতে আছে , তারা কখনও কোনও অভিজগ দেয় না , চোর গুলায় দেয় ।
দিবেই তো, চোর হইলে জা হয় .।.।.।.।.।

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৩৬

আলমআলম বলেছেন: সিক্ষাথি সৌদিতে আছ? ভাই আমি হাছা কইছি আমি সিক্ষাথি।আমি ভাল কাজ করি। আমি অনেক দিন সৌদিতে আছি

১১| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৩১

_তারেক_ বলেছেন: বেইমান ভাই আপনি কই থেকে জানলেন ?
আর আরবে কি পুরুষ নাই ?
:P:P:P:::::P:P:P:P:

১২| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৩৩

সীমানা পেরিয়ে বলেছেন:

ভালো মেন্টালিটিটাই আসল .... যেইটা আমাদের বাংগালীদের মধ্যে নাই.....

টাকা পয়সা তো কম খরচ হয় নাই এই দেশে..... শালার মন্ত্রী থেকে শুরু করে কোটিপতি ব্যবসায়ীরা পাবলিকের টাকা মাইরা বিদেশে বাঢ়ী করে, ব্যাংক ব্যালান্স করে.... দুই পয়সার লাইনম্যানরাও টাকা কামাইতে কামাইতে ঢাকায় ১০/১৫/২০ টা বাড়ীর মালিক হইয়া যায়... তবুও মেন্টালিটি ঠিক হয় না.....

স্বাধীনতার পর দেশে রাস্তার পিছে যে পরিমান টাকা খরচ হইছে তাতে সারা দেশটাই রাস্তায় মুড়াইয়া দেওয়া যাইতো.....কিন্তু একবার রাস্তা বানানোর পরে ১০ বছর মেয়াদের রাস্তা ৬ মাসের মাথায় গর্তে ভরে যায়...আবার বানাও রাস্তা...চালাও হরিলুট.....


তো টেকনোলজি আর টাকা কি কামে আইবো যদি মেন্টালিটি ভালো না হয়.........!!!

ডগ স্কোয়াড আমদানী করছিলো ওইগিলা নাকি নিরপেক্ষ ভাবে অপরাধী আর মাদকদ্রব্য খুঁজে বের করবে....কিন্তু ডগস্কোয়াডের ডগ সাহেবদের গলার দড়ি যে সেই ঘুষখোর শুয়োরগুলোর হাতেই থাকে.....:(:(

১৩| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৩৪

সীমানা পেরিয়ে বলেছেন: @দাড়িপাল্লা.....

১৪| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৫৬

সীমানা পেরিয়ে বলেছেন:
১. আইন শৃংখলা খুবই ভালো
২. খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত (ডিম ওর মেয়াদ ডেট আছে|)
৪. সারা দিন মসজিদে ওয়াজ করে না
৫. শব্দ দুষন নাই
৭. ট্রাফিক আইন খুবই কড়া( রাস্তায় যদি পানি আসে জরিমানা করবে)
৯. পর নিন্দা করে না
১০. হরতাল অবরোধ নাই


উপরেরগুলো যদি মেন্টালিটির ভিতরে না পড়ে তাহলে বুঝতে হবে মেন্টালিটির সংজ্ঞা আবার আপনার কাছ থেইকা শিখতে হইবো......@দাঁড়িপাল্লা...

কিন্তু আপনার মতো মেন্টালিটি গ্রহন করার ইচ্ছা নাই......

১৫| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৫৭

বেঈমান আমি বলেছেন: আরবি লোকজন এই দুনিয়ায় সবচেয়ে বেশি পরনিন্দা করে।পরচর্চা করে।তোদের আরো অনেক কিছু জানার আছে রে ছাগু।

০৯ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:০৭

আলমআলম বলেছেন: পরনিন্দা/গীবত শব্দের অর্থ বুঝেন?

১৬| ০৯ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:০২

বেঈমান আমি বলেছেন: অভিজ্ঞতাঃ বাংলাদেশীদের প্রতি সৌদি আচরনের একটি নমূনা .....
০৯ ই অক্টোবর, ২০১১ রাত ২:১০

শেয়ারঃ000
স্থানঃ সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্ট। সব বাংলাদেশী শ্রমিকরা সৌদি এরাবিয়ান এয়ারলাইনস যোগে ঢাকা থেকে এসে ইমিগ্রেশনের ক্লিয়ারেন্সের জন্য সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন। সৌদি ও অন্য বিদেশীদের জন্য পৃথক সারি। কিন্তু বাংলাদেশীদের জন্য পৃথক ব্যাবস্থা। দুইজন সৌদি নিরাপত্তা কর্মী হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে ও বাংলাদেশী যাত্রীদেরকে উদ্দেশ্য করে গালি দিচ্ছে আর বলছে "বানজালা....বানজালা.....ইত্যাদি"।

তাঁরা লাইন সোজা করার নামে নিছক মজা করার জন্য একটু পরপর নির্দ্বিধায় বাংলাদেশী শ্রমিক যাত্রীদের শরীরে আঘাত করছে, পেটাচ্ছে! কোন দেশের প্রধান একটা এয়ারপোর্টে সৌদিদের এ আচরন দেখে বুঁঝা যায় এরা কত অসভ্য, বর্বর, নীচু ও অকৃতজ্ঞ।

আরবদের এ ধরনের আচরন আমাকে ব্যথিত করেছে!

[নোটঃ আশ্চর্য্যের বিষয় আমার মনে হচ্ছিল, সৌদিদের লাঠিপেটা খেয়েও বাংলাদেশীরা লজ্জিত নয়! হয়তো তাঁরা সৌদিদের লাঠীপেটাকে তাঁদের জন্য সওয়াবের বা পূন্যের মনে করছিল! আরবদের প্রতি এত মমত্ব দেখে আমি অভিভূত হয়েছি।]

তোর মতো ছাগুর মুখে মুতি

১৭| ০৯ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:১৫

তবু আমি বাস্তব বলেছেন: @Beiman ami:jene kharap laglo.@Tareq:vai apnar Soudider proti eto dorod kano?

১৮| ০৯ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:২৩

বেঈমান আমি বলেছেন: গীবত শব্দের অর্থ তুরে ভালো কইরা শিখামু।আল্লার দোহাই সাইদির কথা শুনিশ না।এরা ধর্ম ব্যাবাসয়ি।ইসলাম সম্পর্কে তুর চেয়ে ভালো জানি নিস্চিত
থাক ।

১৯| ০৯ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:১১

মহসিন আহমেদ বলেছেন: saudi te mohammadi islam nai ase yajidi wahabi islam...tai saudi ke ja iccha bolon mohammad(s) ke joriye kew kiso bolben na plz...karun saudi mohammad(s) anusoron kore na.

২০| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:২৩

জহির উদদীন বলেছেন: ভাই আপনার বর্ণনা অনু্যায়ী সৌদি আরবের যা খারাপ দিক আছে সবইতো দেখি বাংগালীদের নিয়ে তার মানে বাংগালীরা সৌদি আরবের ভাল দিক গুলি অনুসরণ করেনা বা করতে জানে না।
আপনি যে দেশেই যাবেন অবশ্যই আপনাকে সে দেশের প্রচলিত আইনকে মানতে হবে কিন্তু বাংগালীরা তা করে না বলে অতি সমস্যায় পড়ে।আর আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে।
আমদের দেশ সৌদি আরবের প্রতি বছর শুধু শ্রমিক রপ্তানি করে কেন আমরা স্কিল্ড ম্যান পাওয়ার রপ্তানি করতে পারি না? একজন শিক্ষিত মানুষ একটি বিষয় বা আইনকে যতটা সহজে রপ্ত করতে পারে একজন অশিক্ষিত মানুষ তা পারে না। তা হলে এ অপবাদ ও অন্যায় এতো দিনে গুচে যেতো।আমাদের দেশের সরকার এর জন্য কোনো ব্যবস্থা গ্রহন করে না বা উদ্যোগিও হয়না।

০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:০৬

আলমআলম বলেছেন: একমত

২১| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:২৭

নইম বলেছেন: . আমাগো প্রেসিডেন্টের মতো খুনী মুক্তি দিয়া গলায় মালা পড়ায় নাই কেন সেই জন্যে অনেকের গাত্রদাহ শুরু হইছে...... আরে বেকুব পারলে ভালো গুন গুলো গ্রহন কর.....

২২| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:২৯

টাইম নাই রাস্তা বেশি বলেছেন: যারে দেখতে নারি , তার চলন বাকা । লেখক এবং আরও কিছু ব্লগারের কথা শুনে তাই মনে হল (এদের মধ্যে আবার কিছু নাস্তিকও আছে ) ।

তাদের মতে, সৌদিরা বর্বর অসভ্য বলে বাংলাদেশীদের সাথে এই আচরন করছে ।বাংলাদেশি শ্রমিকদের পৃথিবীর সব দেশেই খারাপ চোখে দেখা হয়(বাংলাদেশের যারা একটু উচ্চ পর্যায়ে তাদের কথাটা আলাদা)। কারন একটাই । বাঙ্গালিদের খাসলত । বাঙ্গালিদের খাসলত যে কি রকম এইটা জানার জন্য সৌদি আরব যাবার কোন দরকার নাই । সেইটা আমরা ভালো করেই জানি । সাধে কি আর আমরা এক নম্বর দুর্নীতিবাজ দেশ ।


এই ঘটনাটা যদি সৌদি আরব না হয়ে আমেরিকাতে হত , তাহলে এই ঘটনা নিয়ে যারা ব্লগ ভাসাইয়া দিতেছে তারাই দেখা যেত আমেরিকার নিরাপত্তা বাবস্থা নিয়া প্রশংসার বন্যা বইয়ে দিত ।

২৩| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৩০

লড়াকু বলেছেন: আরবগুলা সব কুত্তার বাচ্চা

২৪| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৫৭

ফয়সাল তূর্য বলেছেন: হালারা দেখি পুরাই বর্বর!!

আচ্ছা "আকামা" কি জিনিস??


আর ভালো দিকগুলা টাকা পয়সা আছে বলেই মেইন্টেইন করতে পারে।

০৯ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৫

আলমআলম বলেছেন: রোড পারমিট যা প্রতি বছর নবায়ন করতে হয়

২৫| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:০৯

প্রদীপ মিত্র বলেছেন: ১১. তেমন কোন ছুটি নাই

মিয়া এইটা কোন ভাল দিক হইলো ??? এইটা তো খারাপের ১ নম্বর

০৯ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:০২

আলমআলম বলেছেন: ছুটি বেশী থাকলে দেশ ঊঠবে কি ভাবে? এটা কি আমাদের দেশ

২৬| ১৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪০

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: লেখককে ছাগু মনে হয়নি। সে সরল ও সত্য বলেছে অন্তত তার অভিজ্ঞতার গন্ডি থেকে। তবে কমেন্টে অনেক ছাগুকে দেখা যাচ্ছে। অনেককে দেখে মনে হচ্ছে তারা জীবনে কোনদিন সৌদিতে না গিয়েও সৌদি সম্পর্কে লেখকের চেয়েও বেশী জানে।
সরল অল্পশিক্ষিত শ্রমিক শ্রেনীর মানুষ হলেই তাকে মফিজ হিসেবে ট্রিট করতে হবে বা অবহেলার চোখে দেখতে হবে তার কোন মানে নেই। হতে পারে বাংলাদেশের অনেক শিক্ষার্থী আছে সে দেশে, ডাক্তার ইন্জিনিয়ার ও থাকতে পারে। কিন্তু তাই বলে নিম্ন আয়ের মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হবে কেন?এখান থেকেই মানসিকতা বোঝা যায়।
ভাল দিকগুলোর যে তালিকা সেটি একটি দেশের আর্থসামাজিক অবস্থার ওপর নির্ভর করে। কিন্তু খারাপ দিকগুলোর যে তালিকা করেছেন সেগুলো জাতি হিসেবে তাদের মূল্যবোধ ও সংস্কৃতিকে প্রকাশ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.