![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচিত্র এক দেশ আমার বাংলাদেশ।
দুটি রাজনৈতিক দল একসাথে বসে একটু কথা বলতে কতো গরিমসি ,কত যুক্তি তর্ক দিয়ে আমাদের ভুল বোঝানো হচ্ছে।অথচ সবাই জানে কে কি ভুল করছে।আর ভুলের ফলাফল কতটা কুৎ্যসিৎ হতে পারে।মানুষ ঐতিহাসিক ভাবেই চীরকাল ভুল করে বেড়ায়।যুগে যুগে ই মানুষ বোঝে ও বোঝেনা ।ক্ষমতা কিংবা ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়।ইতিহাস বোধহয় কাউকে কোন শিক্ষাই দিতে পারেনা।ইতিহাসে বেশিরভাগ সময় শুধু ভুল টুকুই সমাদৃত হয় আর স্বর্নাক্ষরে স্হান পায়।তবু ও মানুষকে ভুল টুকু থেকে শিক্ষা দিতে পারেনা।তবে আমি ১০০% আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ গভীর সংকটে পড়ার আগেই তা উতরে উঠে।প্রতিকূল প্রকৃতি আর ষড়ঋতুর কাছ থেকে বাংলার মানুষ বাঁচতে শিখেছে ক্রমশ নতুনভাবে,ভুল টুকু বাদ দিয়ে।আমি হতাশ নই।নুরুল
©somewhere in net ltd.