নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছাত্র,আমি সত্যের ছাড়পত্র।আমি একাত্তরের গণতন্ত্র,আমি আঠেরোর রাজপুত্র।

মোঃ হাছান ইমাম নাফী

আমি ফেনীর রক্তো কিন্তু চট্টগ্রামে পক্রিয়াজাতকৃত। আমি সম্পূর্ণ নিরপেক্ষ একজন। কারন, আব্রাহাম লিংকন বলেছিলেন খারাপ দলেও একজন ভালো নেতা থাকতে পারেন। সেই ভালো খোঁজে আমার হ্রদয়ের ভাজে সকলকে সমান মর্যাদা দিই।

মোঃ হাছান ইমাম নাফী › বিস্তারিত পোস্টঃ

কবিতা: বিজয় কোথায়

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৩



মোঃ হাছান ইমাম নাফী



আমি দেখিনি সেদিন!
বাংলার অর্জিত স্বাধীনতা,
তবে আজ দেখছি,
মানুষের নিষ্ঠুর মানবতা।

আমি দেখিনি সেদিন!
বাংলার বাঙালীর মুক্তিযুদ্ধ,
তবে আজ দেখছি,
মানুষ কতটা অবরুদ্ধ!

আমি দেখিনি সেদিন!
সেই বাঙালীর হাহাকার,
তবে আজ দেখছি,
স্বাধীন বাংলার ছারকার।

আমি দেখিনি সেদিন!
নরপশু মানুষখেকো হানাদার,
তবে আজ দেখছি,
সাধারন মানুষের হাহাকার।

আমি দেখিনি সেদিন!
অসহায় বাঙালীর প্রতিবাদ,
তবে আজ দেখছি,
নীরিহের পিঠে পদাঘাত।

আমি দেখিনি সেদিন!
শহীদের রক্তের ভূখন্ড,
তবে আজ দেখছি,
মানবে মানবে সন্দেহ্।

আমি দেখিনি সেদিন!
রক্তাক্ত ২১শে ফেব্রুয়ারী,
তবে আজ দেখছি,
ক্ষমতার আইন জারী।

আমি দেখিনি সেদিন!
মুক্তিযোদ্ধার ক্লান্তিমাখা নিঃশ্বাস,
তবে আজ দেখছি,
অসহায় মানুষের রুদ্ধশ্বাস।

আমি দেখিনি সেদিন!
বঙ্গবন্ধুর উত্তাল ভাষন,
তবে আজ দেখছি,
স্বতন্ত্রের নিষ্ঠুর শাসন।

আমি দেখিনি সেদিন!
ভিনদেশী শাসকের শোষন,
তবে আজ দেখছি,
সাধারনের অনিচ্ছায় অনশন।

আমি দেখিনি সেদিন!
শহীদ মিনার,স্মৃতিসৌধ,বদ্ধভূমির কাহিনী,
তবে আজ দেখছি,
নির্বাক,ক্ষুদার্ত সাধারন মানুষের বাহিনী।

আমি দেখিনি সেদিন!
পাক্ হানাদার সশস্ত্র,
তবে আজ দেখছি,
সাধারনের দুঃখ অজস্ত্র।

আমি দেখিনি সেদিন!
ছেলেহারা মায়ের কান্না,
তবে আজ দেখছি...

আমি দেখিনি সেদিন!
শহীদের বুকের রক্ত,
তবে আজ দেখছি...

আমি যা দেখিনি-
তা পড়েছি বইয়ের পাতায়,
তা শুনেছি প্রবীনের কথায়,
অনূভব করেছি বিরাঙ্গনার ব্যাথায়।
আমার শুনা দিনগুলির সাথে,
দেখা দিনের অনেক মিল।
তাহলে বিজয় কোথায় ?
বিজয় কী সাধারন মানুষের দুঃখের অন্তরালে !
বিজয় কী পাষান লোকের দলে !
বিজয় দূর্নীতির ছলেবলে কলে-কৌশলে !

বিজয়ের নকল স্বাধ গেঁথেছি পাঁজরে,
তবে বিজয় দেখলাম না নজরে।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.