![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।
আমার প্রিয় ব্লগার ভাই ও বোনদের জন্য রইল আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা৷প্রিয় ভাই ও বোনেরা আমি নিজেকে কখনোই লেখক ভাবি না ৷কেননা লেখার জগতে আমি শিশু,শুধু তা-ই নয় হামাগুড়ি দিচ্ছি মাত্র৷তবুও সাহস করে আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই৷ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷সারাদিনের ব্যস্ত সময় পার করে যখন অবসরে থাকি তখন আমি লেখালেখির সামান্য চেষ্টা করি ৷আমি ১০০% সত্যি ঘটনা ব্লগে নিয়মিত লিখছি৷এই লেখার উদ্দেশ্য হলো দেশপ্রেম৷দেশকে আমরা সবাই ভালোবাসি৷দেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকে আমি এটাই বলতে চাই আমার লেখণীর মুখপাত্র ‘‘ কাজী আবেদ হোসেনের” মত নিঃস্বার্থ দেশপ্রেমিক নিশ্চয়ই অনেকই আছেন,যারা আপনার বা আপনাদের পরিচিত ৷তাদের কার্যক্রমগুলো নিয়ে লিখুন। তারা নিজেদেরকে কিভাবে দেশের উন্নয়নে নিয়োজিত করেছিলেন,তা সবাই কে জানার সুযোগ করে দিন। তাদের কৃত মহৎ কর্মের উপর ভিত্তি করে আমরা যেন দেশের জন্য অন্তত কিছু করতে পারি৷এই ব্লগে আমরা বিভিন্ন জেলার লোক আছি৷এই ব্লগ আমাদের মুক্ত চিন্তা বিকাশের একটা প্লাটফর্ম।তাই দেশের উন্নতিকল্পে সবাই এক হই৷নিজেরা নিজেদের জেলা,উপজেলা,ইউনিয়ন ও গ্রামকে উন্নত করি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে।আপনার ,আমার, আমাদের সকলের সম্মিলিত উদ্যেগ দেশের জন্য বয়ে আনবে সফলতা৷এই সফলতার সুফল ভোগ করব আমরা এবং আমাদের ভবিষ্যত্ প্রজন্ম৷দেশ থেকে দূর হবে ক্ষুধা,দারিদ্র আর বেকারত্ব ৷আমারও হতে পারি চীন-জাপানের মত উন্নত৷সময় এসেছে বদলাবার তাই আসুন সবাই মিলে নিজ নিজ ঘর থেকে দেশের জন্য কাজ করি৷ঘর থেকে শুরু হওয়া কাজ ছড়িয়ে পড়বে পাড়ায়৷পাড়া থেকে গ্রাম,গ্রাম থেকে ইউনিয়ন,ইউনিয়ন থেকে উপজেলা ,উপজেলা থেকে জেলা ৷এভাবে ৬৪ জেলা উন্নত হলে দেশ উন্নত হতে বাধ্য৷আমাদের সকলের নিরলস প্রচেষ্টায় যখন দেশ সাবলম্বী হবে তখন আমরা বুক ভরে স্বস্তির নিঃস্বাস নিতে পারব৷একদিন আমাদের ভবিষ্যত্ প্রজন্ম উন্নত দেশের মাটিতে গর্ব ভরে বিচরণ করবে, ভাবলেই গর্বে বুক ভরে যায়।আসুন আমরা সবাই সচেতন হই,অপরকে সচেতন করি৷দেশ গড়ার কাজে নিজেদের ভূমিকা নিজেরাই পালন করি৷
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
নাসিরন আক্তার বলেছেন: আমার কথা ভাল লাগার জন্য ধন্যবাদ।আমি খুবই খুশি হব আমার কথাগুলোর সাথে একমত হয়ে যদি আজ থেকেই আপনি দেশের জন্য কিছু করেন।আমি নিজেও সাধারণ মানুষ,দেশকে ভালবাসি,দেশের জন্য কিছু করতে চাই।আমারও অনেক সীমাবদ্ধতা আছে।ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারি না তাই বলে ইচ্ছেকে ধ্বংস ও হতে দেই না।সব সময় ইচ্ছেকে নিজের মাঝে লালন করে প্রয়োগের চেষ্টা করি।আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই মিলে সোচ্চার হলে দেশ উন্নত হবেই।আমাদের নির্লিপ্ততাই দেশের উন্নয়নের পথে সব থেকে বড় বাঁধা।আপনার ,আমার ,আমাদের সবার চেষ্টায় দেশ একদিন উন্নত হবেই।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
খাটাস বলেছেন: চমৎকার লিখেছেন আপু। নিজেকে বদলানোর এখন ই সময়। আপনার সুন্দর চিন্তা ধারায় অনেক অনেক শ্রদ্ধা জানাই। লিখুন আমরা জানতে চাই।
অনেক শুভ কামনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।আমি শুধুই জানানোর জন্য লিখছি না ।আমার লিখার কিছু উদ্দেশ্য আছে।আমি চাই আপনাদের সকলের সহযোগীতা নিয়ে ‘‘কাজী আবেদ হোসেনের ”কর্মগুলিকে মডেল করে সত্যিকার অর্থে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেশের জন্য দৃশ্যমান কিছু করতে।যা আমাদের ব্লগে দৃষ্টান্ত হয়ে থাকবে।আমি প্রমান করতে চাই আমরা শুধুই লিখার জন্যে লিখি না,শুধুই দেশের জন্যে ভাবি না,দেশের জন্যে আমরা অনেক কিছুই করতে পারি।তাই আমার লেখার সাথে থাকুন।নিজে পড়ুন অন্যকে পড়তে উৎসাহিত করুন।একদিন সকল ব্লগার ভাই-বোনদের নিরলস প্রচেষ্টা দেশের জন্যে বয়ে আনবে নতুন সম্ভাবনা।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মোমেরমানুষ৭১ বলেছেন: অনেক সুন্দর কথা বললেন নাসরীন আপু। আপনার ব্লগিং শুভ হউক। দেশকে আমরা অনেক অনেক ভালবাসি। কিন্তু একটা ব্যপার কি জানেন? দেশকে যাদের ভালবাসার কথা, যারা দেশের জন্য কিছু করার ক্ষমতা রাখে তারা আছে দেশকে বিক্রি করার ধান্ধায়। আর আমরা সাধারন মানুষ দেশকে কেবল ভালবেসেই যাব.........।
ভাল থাকবেন।