নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ

নাসিরন আক্তার

লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।

নাসিরন আক্তার › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ভাই-বোনদের প্রতি আহ্বান

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮

‌‌ ‘‘ব্লগার ভাই-বোনদের প্রতি আহ্বান

কন্ঠে কন্ঠ মিলিয়ে এক হয়ে

দৃঢ় চিত্তে ধরি গান।

দেশকে ভালবাসব,দেশের জন্যে,

নিঃস্বার্থ ভাবে কিছু করব,

আজ থেকে এটাই হোক,

আমাদের সকলের স্লোগান।

আমি ব্লগে যোগদান করেছি ৩ মাসের কম সময়।ব্লগে আমি যেদিন যোগদান করেছি সেদিন থেকেই আমি লেখা শুরু করি।আমি প্রথমে কবিতা লিখি।আমার লেখা কবিতা গুলো ছিল দেশ,রমজান আর স্বাধীনতা নিয়ে ।পরে আমি যৌতুক নিয়ে একটা লেখা লেখি।এরপর আমি বর্তমান [এ.ডি.সি .রেভিনিউ ]কিশোরগঞ্জকে নিয়ে ধারাবাহিক ভাবে‘‘নিজ গুনে গুণী মহিমায় মহিয়সী”শিরোনামে ১১টি পর্ব লিখি যার প্রতিটি পর্ব ই ব্লগে প্রকাশিত হয়েছে।এই শিরোনামের এখনো ৩টি পর্ব অপ্রকাশিত আছে।যা আমি আমার চলমান লেখা ‘‘২২ ঘন্টা পর কবর থেকে জীবন্ত মানুষ উদ্ধার”এর সব গুলি পর্ব সমাপ্ত করে পুনরায় শুরু করব।মূল কথা হলো আমার সব লেখাই দেশ ভিত্তিক এবং এর মূল বিষয় দেশ ও সমাজের উন্নয়ন।দেশের প্রতি টান অনুভব করে ,দেশের জন্যে নিঃস্বার্থভাবে কিছু করতে চাই বলে বিভিন্ন পত্র-পত্রিকা,মিডিয়ায় প্রচারিত ‘‘কাজী আবেদ হোসেনের ” দেশ প্রেমকে নিয়ে উন্নয়ন মূলক কাজ দেখে আমি তাকে নিজ উদ্যোগে আবিষ্কার করি আর তাকে নিয়ে লিখতে শুরু করি।তাকে নিয়ে লেখা বা তার নামের সাথে সবাইকে পরিচিত করানো কিন্তু আমার উদ্দেশ্য নয়।তার কর্মকান্ডগুলো যেহেতু ১০০% সত্যি তাই অনিচ্ছা সত্বেও তার নাম আমাকে ব্যবহার করতে হয় সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য।কিন্তু অতি দুঃখের সাথে আমি আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে,উন্নয়ন মূলক লেখা গুলো পাঠকগণ পড়তে যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন না।সবাই শুধুই চটুল ধরনের লেখা পড়তে চান।চটুল ধরনের লেখাকে আমি ১০০% স্বাগতম জানাই।কেননা মনের আনন্দের খোরাক হিসেবে এ ধরনের লেখা বেশ মানানসই তবে আমাদের সবাইকে মনের আনন্দের সাথে দেশপ্রেমকে ও জাগ্রত করতে হবে।শুধু জাগ্রত করলেই চলবে না ।বাস্তবে কাজী আবেদ হোসেনের মত নিঃস্বার্থভাবে দেশের জন্যে দৃশ্যমান কিছু করতে হবে।তাই উন্নয়ন মূলক লেখা পড়তে হবে আর নিজেদেরকে দেশপ্রেমে মানসিকভাবে প্রস্তুত করতে হবে।উন্নয়ন মূলক লেখা নিজেদের পড়তে হবে,অন্যদের পড়তে উৎসাহিত করতে হবে এবং সবার মাঝে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে হবে।‘‘ছোট একটা কাজ,করে দেখাও আজ”এই কথাটি শুধুই বিজ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না,বাস্তবে এর প্রয়োগ ঘটাতে হবে।কেননা আমরা ব্লগাররা হলাম কাজী নজরুল ইসলামের ‘‘সবুজের অভিযান”কবিতার‘‘ সবুজ

’’ তাই সমস্ত অবুঝ,ঘূণে ধরা সমাজ,সমাজের মানুষ আর আধ মরাদের আমাদেরই ঘা মেরে জাগিয়ে তুলতে হবে ।এখন আমরা দাঁড়িয়ে আছি‘‘ যৌবণে’’ তাই আমাদেরকেই এগিয়ে যেতে হবে দেশের কাজে।দেশের জন্যে কিছু করব এটাই হোক আমাদের দায়িত্ব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৯

রিফাত হোসেন বলেছেন: :|

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

নাসিরন আক্তার বলেছেন: আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে,গতকাল আমার এই লেখাটি প্রথম পেজে ৫বার এসেছে এটা নেটের সমস্যার কারণে হয়েছে।এটার ওপর আমার কোন হাত ছিল না।প্রথম পেজে ৫ বার আসার কারণে ৫ জায়গাতে আমার প্রিয় পাঠকগণ মন্তব্য করেছেন।যেহেতু ৫ বার এসেছে তাই আমি একটা লেখা রেখে বাকীগুলো মুছে ফেলেছি।যার দরুন আমি অনেকের মন্তব্যের উত্তর দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত।আমি সব সময় সবার মন্তব্যের উত্তর দেয়ার চেষ্টা করি।কেননা এই উত্তর দেয়াটাকে আমি দায়িত্ব মনে করি।আমি যেহেতু মানুষ ভুল-ত্রুটি আমার থাকবেই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য রইল সকলের কাছে আন্তরিক অনুরোধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.